পার্থ মান্নাঃ পশ্চিমবঙ্গের সব শ্রেণীর মানুষদের জন্যই একাধিক জনকল্যাণ মূলক প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। লক্ষীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, তরুণের স্বপ্ন এর মত একাধিক প্রকল্প রয়েছে যার ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আজ এমনই একটি প্রকল্পের সম্পর্কে আপনাদের জানাবো যেখানে ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, প্রশিক্ষণ নেওয়ার জন্য মাসে মাসে টাকাও দেওয়া হবে।
বিনামূল্যে প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার
রাজ্যের শিক্ষার্থীদের জন্য একাধিক স্কিম রয়েছে সরকারের। এরই মধ্যে অন্যতম একটি হল ‘যোগ্যশ্রী প্রকল্প’। এই স্কিমের সম্পূর্ণ বিনামূল্যে আওতায় তফশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হয়।
তবে এবছর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শুধুমাত্র তফশিলি জাতি ও উপজাতির শিক্ষার্থীরা নয় বরং জেনারেল কাস্ট, ওবিসি থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদেরও এই প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ৫০টি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে রাজ্যে। নিজেদের কাছের সেন্টারে গিয়েই প্রশিক্ষণ নিতে পারবে ছাত্রছাত্রীরা। আর প্রশিক্ষণ নিলে প্রতিমাসে কিছু টাকাও দেওয়া হবে।
যোগ্যশ্রী প্রকল্প
যেমনটা জানা যাচ্ছে, এই প্রকল্পে আবেদন করলে মোট ২০০০ জন শিক্ষার্থীকে বেছে নেওয়া হবে। তারপর তাদের আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি পড়াশোনার প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আবেদন করতে গেলে মাধ্যমকে নূন্যতম ৫০-৬০% নম্বর পেয়ে থাকতে হবে।
যে সমস্ত পড়ুয়াদের আবেদন সিলেক্ট করা হবে তাদের মাসে ৩০০ টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে। তাই যারা এখনও আবেদন করোনি তারা ঝটপট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নাও। এরপর ওয়েবসাইট থেকে নিজেদের কাছের সেন্টারের ঠিকানা নিয়ে সেখানে আবেদন ফর্ম পূরণ করে জমা দিয়ে আসতে পারো। এরপর সিলেক্ট হলে জানিয়ে দেওয়া হবে।