পার্থ মান্নাঃ আজ কালীপূজার দিনেও আকাশে মেঘের দেখা মিলেছে। তাই অনেকেই ভাবছেন আজকেও কি বৃষ্টিতে ভিজবে বাংলা? যদিও ভার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে কিছু জেলায়। আজকে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান করেছেন? তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকে আবহাওয়া বেশ শুষ্ক। তবে বেলার বাড়লে আকাশে অল্প বিস্তর মেঘের সঞ্চয় হতে পারে। যার দরুন বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫% থেকে শুরু করে ৮৭% পর্যন্ত হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ কালীপুজোর দিনে দক্ষিণের কিছুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলা যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে।দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ ১লা নভেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি জেলায় আলাদা করে কোনো বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।