পার্থ মান্নাঃ আজ কালীপুজো, উৎসবের দিনে অনেকেই সোনা কেনার প্ল্যান করে থাকেন। এটা একদিকে যেমন শুভ বলে মানা হয় তেমনি শ্রীবৃদ্ধি করে। সোনার দাম যদিও অনেকটাই বেড়ে গিয়েছে তবে ধনতেরসে সোনা কেনার জন্য দোকানে ভিড় ছিল চোখে পড়ার মত। তবে আজকে কালীপুজোর রাতেও অনেকেই সোনা কিনবেন বলে ভেবেছেন। তবে তার আগে দেখে নিন বাড়ল নাকি কমল সোনার দাম? চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কত?
আজ কলকাতায় সোনার দাম
আজকে যদি আপনি কলকাতায় সোনা কিনতে চান তাহলে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার জন্য ৭৪৫৫ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রাম সোনার জন্য ৭৪ হাজার ৫৫০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৭ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা খরচ পড়বে। তবে বিগত ২৪ ঘন্টায় দশ গ্রামের দাম ১৫০ টাকা ও একশো গ্রামের দাম ১৫০০ টাকা বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
অবশ্য যদি খাঁটি সোনা কিনতে চান সেক্ষেত্রে ২৪ ক্যারেট সোনার জন্য আরও একটু বেশি টাকা খরচ করতে হবে। আজ কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার জন্য ৮১৩৩ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৮১ হাজার ৩৩০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৮ লক্ষ ১৩ হাজার ৩০০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও বিগত ২৪ ঘন্টায় দশ গ্রাম সোনার দাম ১৭০ টাকা ও একশো গ্রাম সোনার দাম ১৭০০ টাকা বেড়ে গিয়েছে।
তবে এখনও কিছুটা কম দামে সোনা কিনতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। যার প্রতি গ্রামের জন্য ৬১০০ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৬১,০০০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ১০ হাজার টাকা খরচ হবে। তবে এক্ষেত্রেও সোনার দাম কিছুটা বেড়ে গিয়েছে। গতকালের তুলনায় আজ দশ গ্রাম সোনার দাম ১৩০ টাকা ও ১০০ গ্রামের দাম ১৩০০ টাকা বেড়ে গিয়েছে।
আজ কলকাতায় রুপার দাম
সোনার দাম যেভাবে বিগত কয়েকমাসে বেড়েছে তাতে অনেকেরই ক্ষমতার বাইরে চলে গিয়েছে। তাই আজকাল সোনার বদলে রুপা কেনার দিকে ঝুঁকছেন বহু মানুষ। আপনিও যদি আজ রুপা কিনতে চান তাহলে ১০ গ্রাম রুপার জন্য ১০০০ টাকা খরচ হবে আর ১০০ গ্রাম রুপার জন্য ১০,০০০ টাকা খরচ পড়বে। অর্থাৎ আজ রুপার দাম ১ লক্ষ টাকা কেজি। তবে স্বস্থির খবর একটাই যেন আজ রুপার দামের কোনো পরিবর্তন হয়নি।