Bharti Airtel might its tarrif plans soon

আবার বাড়বে রিচার্জের দাম! এবার কত? Airtel এর বিবৃতিতে মাথায় হাত আমজনতার

পার্থ মান্নাঃ এবছর জুলাই মাসেই একবার বাড়ানো হয়েছে মোবাইল রিচার্জের দাম। তবে এবার শোনা যাচ্ছে ফের নাকি বাড়তে পারে রিচার্জের মূল্য। স্বাভাবিকভাবেই এমন একটা খবর শুনে একটিকে যেমন চিন্তিত তেমনি ক্ষুদ্ধ লক্ষ লক্ষ গ্রাহকরাও। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন কোম্পানি দাম বাড়াচ্ছে আর কত টাকা? এর উত্তরে জানা যাচ্ছে Airtel এর রিচার্জের দাম বাড়ানো হতে পারে।

গ্রাহকদের উদ্দেশ্যে Airtel-র ঘোষণা

সম্প্রতি গ্রাহকদের চিন্তা বাড়িয়ে ফের একবার মোবাইলের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা জানিয়েছে ভারতী এয়ারটেল। কোম্পানির বক্তব্য, বর্তমানের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। যার জেরে টেলিকম অপারেটর সেক্টরে রেট আরও বাড়ানো হবে। যদিও এখুনি দাম বাড়ানোর কথা স্পষ্ট করে জানানো হয়নি। তবে দাম যে শীঘ্রই আবারও বাড়তে পারে সেটার আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে এয়ারটেলের তরফ থেকে।

শেষ বার অর্থাৎ জুলাই মাসেই প্রায় ২৫-২৬% পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল। Jio, Airtel, Vi সকলেই নিজেদের ট্যারিফ প্ল্যান বাড়িয়ে দিয়েছে। এমনকি যদি বিগত কয়েক বছরের ইতিহাস দেখা যায় তাহলে দেখা যাবে তিন বছরে ৪০% দাম বাড়ানো হয়েছে। তবে এতেও খরচ চালানো হয়ে উঠেছে না বলেই মূল্যবৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে।

চিন্তায় গ্রাহকেরা

এয়ারটেলের CEO গোপাল ভিত্তাল ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয়  কোয়ার্টারের যায় সম্পর্কে বলতে গিয়ে জানান, এপর্যন্ত ৩১ দফা শুল্ক বৃদ্ধি করা হয়েছে তবে আগামীতে আরও বাড়ানোর প্রয়োজন। কারণ আরও অনেক কিছু করার বাকি আছে। অথচ বর্তমানে অর্থনীতির হাল বেশ খারাপ তাই ট্যারিফ প্ল্যান বাড়াতেই হবে।

স্বাভাবিকভাবে এয়ারটেলের তরফ থেকে এমন ঘোষণা আসার পর চিন্তায় পড়েছেন লক্ষ লক্ষ এয়ারটেল গ্রাহকেরা। গত জুলাই মাসে দাম বৃদ্ধি করার পর প্রায় ২৯ লক্ষ কাস্টমার কমে গিয়েছিল। তাই এবারে ফের দাম বাড়ানো হলে আবারও গ্রাহক সংখ্যা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, এয়ারটেলের নিট মুনাফা গতবছরের তুলনায় অনেকটাই বেড়েছে। আগের বছর এই সময় যেখানে ১৩৪১ কোটি টাকা প্রফেট হয়েছিল সেটা এবছর ১৬৮% বেড়ে ৩৫৯৩ কোটি টাকা হয়েছে। তবে এই প্রফিট আরও বাড়ানোর লক্ষেই আগামী দিনে পদক্ষেপ নেওয়া হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X