পার্থ মান্নাঃ কিছুদিন মাত্র হয়েছে বাংলা ও ওড়িশার উপকূলের উপরে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় দানা। এর আগে একবার ফণী ও একবার ইয়াশের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে এবার জানা যাচ্ছে আরও এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘কং রে’। হ্যাঁ শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই নাম আসন্ন নয়া ঘূর্ণিঝড়ের। কবে কোথায় আছড়ে পড়তে পারে? কোন এলাকায় ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কং রে’
যেমনটা জানা যাচ্ছে, এবার আর ১০০ বা ২০০ নয় ৩০০ কিমি বেগে আছড়ে পড়বে সুপার টাইফুন বা ঘূর্ণিঝড় কং রে। তবে স্বস্তির খবর এটাই যে এই ঝড় ভারতে নয় বরং তাইওয়ানে আছড়ে পড়বে। যেখানে কিছুদিন আগেই একবার ভয়ানক বন্যা হয়েছিল। এরপর একাধিক প্রাকৃতিক দুর্যোগও হয়েছে। তাই আবহাওয়া অফিসের তরফ থেকে আগে থেকেই বাসিন্দাদের সতর্কতা থাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
৩০০ কিমি বেগে আসছে সুপার টাইফুন
সুপার টাইফুন কং রে-এর দৌলতে একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছে তাইওয়ান। সেখানে দোকানপাঠ যেমন বন্ধ রাখা হয়েছে তেমন মানুষও একান্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না। এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উড়ান বাতিল হয়েছে বহু বিমানেরও।
আজ অর্থাৎ বৃহস্পতিবার একপ্রকার শাটডাউন ঘোষণা করা হয়েছে তাইওয়ানে। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জানানো হয়েছে দুপুর ২টোর পর থেকেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে।