Documents Needed for Swami Vivekananda Scholarship Renewal 2024 25

পুজোর পরেই চালু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল! কি কি ডকুমেন্টস মাস্ট? দেখে নিন তালিকা

পার্থ মান্নাঃ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পড়াশোনার পথে যাতে অর্থ কোনো বাঁধা না হয় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) প্রদান করা হয়। তবে যারা আগের বছর আবেদন করেছিলে তাদের এবছর রিনিউয়াল করতে হবে। সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে? আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই বিস্তারিত জানানো হল। তাই যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা থাকে, আজকের আর্টিকেলটি অবশ্যই পড়তে হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল

দ্বাদশ শ্রেণীতে থেকে শুরু করে কলেজের পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য যোগ্যতা। তাই যারা একবার আবেদন করেছো তাদের পুনরায় রিনিউয়ালের জন্য আবেদন করতে হবে। নাহলে পরবর্তী ভাগের টাকা পাওয়া যাবে না। আশা করা হচ্ছে পুজোর মরসুম শেষ হলেই আবেদন নেওয়া শুরু হয়ে যাবে। তবে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আগে থেকে জানা থাকলে অনেকটাই হেল্প হবে।

রিনিউয়ালের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

➥ যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়ালের জন্য আবেদন করবে তাদের প্রথমেই মার্কশিট লাগবে শেষ পরীক্ষায় ৬০% নাম্বার পাওয়ার প্রমাণ হিসাবে। এক্ষেত্রে মার্কশিটের উভয় দিক স্ক্যান করে রাখতে হবে।

➥ কলেজে ভর্তি হয়ে থাকলে তার নতুন সেমিস্টারে ভর্তি হওয়ার রশিদ আপলোড করতে হবে।

➥ স্কলারশিপ থেকে পাওয়া টাকা সঠিক খাতে খরচ হচ্ছে কি না, সেটার জন্য কলেজ থেকে একটা শংসাপত্র নিতে হবে। সেটাই হল ইউটিলাইজেশন সার্টিফিকেট। যদিও এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাদের স্কলারশিপের অঙ্ক ৬০,০০০ টাকা তাদেরকেই এটা জমা করতে হবে।

যদি কোনো কারণে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তিত হয়ে থাকে তাহলে রিনিউয়ালের সময়েই সেটা পাল্টে নেওয়ার অপশন থাকবে। তাই যারা কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করতে চাইবে তারা নিজেদের ইচ্ছা মত সেটা পাল্টে নিতে পারবে। এর জন্য আলাদা করে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X