November Month LPG Gas Cylinder Price Hiked See rates

দীপাবলির মাঝেই বড় ঝটকা! ৬১ টাকা বাড়ল LPG গ্যাসের রেট, কলকাতায় দাম হল কত?

পার্থ মান্নাঃ নতুন মাসের সকাল হতেই ঝটকা খেল আমজনতা। প্রত্যেক মাসের শুরুতেই সেই মাসের LPG গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে। আজ অর্থাৎ ১লা নভেম্বর কালীপুজোর পরেই এক ধাক্কায় বাড়ানো হল LPG সিলিন্ডারের দাম। কত হল নতুন দাম? এবার থেকে গ্যাস বুক করলে কত টাকা দিতে হবে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ফের বাড়ল রান্নার LPG গ্যাস সিলিন্ডারের দাম

আজ ১লা নভেম্বর সকাল হতেই গ্যাসের দাম সম্পর্কে খোঁজ শুরু করেছিলেন অনেকেই। এরপর যেটা দেখা গেল সেটা দেখে কিছুটা হলেও চিন্তা বাড়ল ব্যবসায়ীদের। কারণ একধাক্কায় কোথাও ৬১ টাকা তো কোথাও ৬২ টাকা বাড়ানো হয়েছে গ্যাসের দাম। কোথায় কত টাকা বাড়ল? চলুন দেখে নেওয়া যাক আপনার এলাকায় কত হল দাম।

কলকাতায় LPG গ্যাসের নতুন দাম

আজ ১ লা নভেম্বর থেকে কলকাতায় ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১৮৫০.৫০ টাকা থেকে ৬১ টাকা বেড়ে ১৯১১.৫০ টাকা হয়ে গিয়েছে। এর ফলে হোটেল থেকে শুরু করে যে সমস্ত জায়গায় রান্নার জন্য বা অন্য কোনো কারণে গ্যাসের ব্যবহার হয় সেখানে খরচ বেড়ে গেল বেশ কিছুটা।

বাড়ির ১৪.২ কেজির সিলিন্ডারের দাম

তবে ভালো কথা হল এটাই যে বাড়িতে ব্যবহার হওয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বাড়ানো বা কমানো হয়নি। এর ফলে গতমাসের মত এমাসেও গ্যাস বুক করলে ৮২৯ টাকা দামে LPG গ্যাস কিনতে হবে। তবে এর উপর কিছুটা টাকা ভর্তুকি পাওয়া যাবে। যার ফলে দাম ৮১০ টাকার মত পড়বে।

প্রসঙ্গত, দিল্লিতে ঘরোয়া গ্যাসের দাম তুলনামূলকভাবে একটু কম রয়েছে। সেখানে ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য ৮০৩ টাকা খরচ হবে কোনো ভর্তুকি ছাড়াই। একইভাবে চেন্নাইতে ৮০২.৫ টাকা খরচ হবে। এরপর ভর্তুকি দেওয়া হলে দাম আরও কিছুটা কমে যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X