EPFO meeting in November might give good news to pensioners and increase rate of interest

ফের বাড়বে EPFO-র সুদ, উপকৃত হবে দেশের ৮০ লক্ষ পেনশনভোগীরা! এমাসের বৈঠকেই হতে পারে বড় ঘোষণা

পার্থ মান্নাঃ গতকাল ছিল কালীপূজা আজও বাংলা তথা দেশজুড়ে চলবে দীপাবলির উৎসব। এরই মাঝে কর্মী তথা পেনশনভোগীদের জন্য দারুণ সুখবর দিল কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগেই জানা গিয়েছিল পেনশন ব্যবস্থায় বদল আসতে চলেছে যার ফলে প্রায় ৮০ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন। এবার জানা যাচ্ছে শীঘ্রই সেই মর্মে বৈঠক হতে চলেছে। যার ফলে ১ লা জানুয়ারি থেকেই চালু হতে পারে নতুন ব্যবস্থা।

বড়সড় বদল হতে চলেছে পেনশন সিস্টেমে!

আগামী ২৩ শে নভেম্বর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের চলতি অর্থবর্ষের প্রথম বৈঠক। সেখানে শ্রমমন্ত্রী মনসুখ মানদাভিয়ার নেতৃত্বে EPFO অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও বার্ষিক রিপোর্ট ২০২৩-২৪ এর অনুমোদন করা হবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে বৈঠকে পুনরায় সুদের হার কিছুটা বাড়ানো হতে পারে।

এর আগেই ফেব্রুয়ারি ২০২৪ এ বৈঠক হয়েছিল। সেই সময় প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.২৫% করা হয়েছিল। যার ফলে ৭ কোটিরও বেশ কর্মীরা উপকৃত হয়েছিলেন। তাই এবার যদি সুদের হার কিছুটা বাড়ানো হয় তাহলে অবসরকালে কর্মীদের প্রাপ্য টাকার পরিমাণ কিছুটা বাড়তে পারে।

কিভাবে হবে EPFO এর ‘আধুনিকীকরণ’?

সম্প্রতি জানা গিয়েছে সেন্ট্রাল পেনশন সিস্টেমের মাধ্যমে জাতীয় স্তরে সমস্ত ব্যবস্থাকে কেন্দ্রীভূত করা হবে। একইসাথে EPFO এর আধুনিকীকরণ করা হবে। এর ফলে যেকোনো শাখার মাধ্যমেই পেনশন বিলি করা সম্ভব হবে। যেটা একবার চালু হয়ে গেলে মোট ৮০ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

কারণ নতুন নিয়ম চালু হলে পেনশন প্রাপকের PPO স্থানান্তর না করে CPPS এর মাধ্যেম ভারতের যেকোনো জায়গায় পেনশন পাঠানোর অনুমতি দেবে। আশা করা হচ্ছে আগামী ১ লা জানুয়ারি থেকেই এই সিস্টেম চালু করা হবে। এবং পরবর্তীতে আধারভিত্তিক পেমেন্ট সিস্টেমে পাল্টে দেওয়া গেলেই যে কোনো জায়গা বা ব্যাঙ্ক থেকে পেনশন তোলা অনেকটাই সহজ হয়ে যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X