পার্থ মান্নাঃ কথায় বলে সময় বদলায়, আর ভাগ্য সহায় হলে সব কিছুই জয় করে নেওয়া সম্ভব। সম্প্রতি এমনই এক দীর্ঘদিনের অপমানের প্রতিশোধ নিয়ে নজির গড়লেন এক ব্যবসায়ী। না খারাপ কিছু নয়, বরং নিজের চেষ্টায় তিনি যেটা করেছেন সেটা জেনে ওই ব্যবসায়ীকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। ঠিক কি করলেন ব্যবসায়ী? চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
ছোটবেলার অপমানের প্রতিশোধ নিলেন ব্যবসায়ী
বিলাসবহুল বিলাসবহুল এই হোটেলের কাছেই বাড়ি ছিল চীনের ওই ব্যবসায়ী সাইমন সিওর। বিশাল উঁচু হোটেল দেখতেন আর ভাবতেই কবে সেখানে ঢুকতে পারবেন তিনি। এরপর একদিক সাহস করে হোটেলে ঢুকেই পড়েন। কিন্তু তখন অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল তাকে। তবে ছোটবেলার সেই অপমান মোটেই ভুলতে পারেননি তিনি। তাই পরবর্তীকালে প্রতিজ্ঞা করেছিলেন একদিন হোটেলটাই কিনে নেব।
এবার ৬৫ বছরে বয়সে ছোটবেলার সেই অপমানের প্রতিশোধ নিলেন সাইমন। ঘটনাটি চিনে ম্যাকাওয়ের। ১৯২৮ সালে চালু হয়েছিল ম্যাকাওয়ের এই বিলাসবহুল হোটেলটি। যেখানে ১১৪টি ঘর রয়েছে। বর্তমানে নির্মাণ সংস্থার মালিক সাইমন দীর্ঘদিন ধরেই হোটেলটি কেনার চেষ্টা চালিয়েছিলেন। শেষমেশ ৭ বছর পর হোটেলটি কিনতে সমর্থ হন তিনি।
বর্তমানে চীনের রিয়েল এস্টেট কোন্পানি লেখ হ্যাং গ্রূপের মালিক সাইমন হোটেলটিকেনার পরেও বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। ৯৬ বছর পুরোনো হোটেলটির ঐতিহ্যের ছোঁয়া বজায় রেখে সেটিকে মেরামত করতে বেশ ঝক্কি পোহাতে হয়েছে তাকে। তবে নিজের নির্মাণ সংস্থা থাকার দরুণ সে কাজ তিনি করতে সক্ষম হয়েছেন। একইসাথে অতীতের অপমানের প্রতিশোধ নেওয়ার এক অনন্য নজির গড়ে তুলেছেন গোটা বিশ্বের কাছে।