Adrit Roy New Serial Mittir Bari Promo Out Now What Actor has to say

‘শিরদাঁড়া সবসময় সোজা রাখতে হয়’, কামব্যাক করে প্রোমোতেই বাজিমাত করলেন আদৃত

পার্থ মান্নাঃ দর্শকদের দীর্ঘদিনের দাবি পূরণ করে ছোটপর্দায় কামব্যাক করছেন ‘মিঠাই’ খ্যাত আদৃত রায়। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল খুব শীঘ্রই নতুন রূপে সিরিয়ালে দেখা যাবে আদৃতকে। এবার সেই সখবরে শীলমোহর পড়ার পাশাপাশি নতুন মেগার প্রোমোও প্রকাশ্যে চলে এসেছে। যা দেখে রীতিমত আনন্দে আত্মহারা ভক্তরা।

ছোটপর্দায় কামব্যাক আদৃত রায়ের

মিঠাই সিরিয়ালে উচ্ছেবাবু চরিত্রে তাঁর অভিনয় ছিল একেবারে নজর কারা। বাংলার ক্রাশ হিসাবেও পরিচিত ছিলেন তিনি। তবে মিঠাই শেষ হওয়ার পর আর দেখা মেলেনি ছোটপর্দায়। তাই অনেকেই অপেক্ষায় ছিলেন কবে নতুন কোনো গল্পে দেখা যাবে প্রিয় নায়ককে। এতদিনে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আসছে নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’

প্রকাশ্যে ‘মিত্তির বাড়ি’র প্রোমো ভিডিও

ইতিমধ্যেই জি বাংলার তরফ থেকে ‘মিত্তির বাড়ি’র একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আবারও খানিক রাগীরাগী চরিত্রেই দেখা যাবে মিস্টার আদৃত থুড়ি পর্দার ‘ধ্রুব’কে। যৌথ পরিবারের কাহিনী নিয়েই ফিরছেন তিনি। প্রোমোতে দেখা যাচ্ছে বাড়ির সকলের মধ্যে মিল না থাকলেও পুজো উপলক্ষে ঠিক সকলকে এক করতে পেরেছে ধ্রুব।

কে হচ্ছেন ‘মিত্তির বাড়ি’র নায়িকা?

নতুন গল্পে আদৃতের নায়িকা হবেন কে? এই নিজে জল্পনা কল্পনা কম হয়নি। তবে প্রোমো আসতেই সবটা জলের মত পরিষ্কার। অভিনেত্রী পারিজাত চৌধুরী। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে ছোট্ট ‘ইন্দু’র চরিত্রে দেখা গিয়েছিল তাকে। গল্পে তাঁর নাম হয়েছে জোনাকি। এখন অপেক্ষা ধ্রুব-জোনাকি জুটির কাহিনী সম্প্রচারের।

নতুন সিরিয়াল প্রসঙ্গে কি বললেন আদৃত?

নতুন মেগার প্রোমো নিজের সোশ্যাল মিডিয়াতে শহরে করে আদৃত লিখেছেন, ‘যাই হয়ে যাক না কেন, শিরদাঁড়া সবসময় সোজা রাখতে হয়।’ ধন্যবাদ রাখি ম্যাম আমার জন্য আবারও এমন একটা সূদনর চরিত্র তৈরী করার জন্য। আপনার হাত ধরে টেলিভিশনে ফেরার থেকে ভালো আর কিছুই হতে পারে না।’

এছাড়াও অভিনেতা আরও জানান,যে বঙ্গললনারা আমাকে সমর্থন করেছেন শুধুমার তাদের জন্যই পর্দায় ফেরা। আমাকে হৃদয়ে রক্ষার জন্য অনেক ধন্যবাদ। আরও ভালো হওয়ার জন্যই লম্বা বিরতি। শুভ দীপাবলি’। এখন অপেক্ষা ‘মিত্তির বাড়ি’ শুরুর দিনক্ষণ ও টাইমস্লট অ্যানাউন্স হওয়ার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X