Chhath Puja 2024 date and time

এবছর ঠিক কটা থেকে শুরু ছট পুজো? দেখে নিন খরনা থেকে ছঠি মায়ের পূজার সময় নির্ঘন্ট

পার্থ মান্নাঃ গতকালই ছিল ভাইফোঁটা, এখনো দীপাবলির উৎসবের রেশ কাটেনি কারোরই। এরই মধ্যেই হাজির নতুন পার্বণ। দুর্গাপুজো দিয়ে শুরু হওয়া অক্টোবর মাসের উৎসবের মরশুমে এবার ছট পুজোর পালা। পশ্চিমবঙ্গে বহু মানুষ রয়েছেন যারা প্রতিবছর ছট পুজো পালন করেন। তবে এবারে ঠিক কবে ও কখন ছট পুজোর তিথি পড়েছে সেটা নিয়ে এখনো কনফিউশনে রয়েছেন অনেকেই। তবে চিন্তা নেই, আজকের প্রতিবেদনেই তারিখ থেকে সময় নির্ঘন্ট সহ ছট পুজোর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পেরে যাবেন।

ছট পুজো ২০২৪ (Chatt Puja 2024)

কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয় ছট পুজো। চলে সপ্তমী তিথি পর্যন্ত। ষষ্ঠী শব্দ থেকে উৎপত্তি হয় ছট বা ছটি কথতাটি এসেছে।  ছট পুজোয় মাধ্যমে সূর্য দেবতার আরাধনা করা হয়। তাই অনেকেই এই পূজাকে সূর্যসাস্থি বলেও জানেন। এই পুজো উপলক্ষে বাড়ির মহিলারা সন্তানদের দীর্ঘায়ু কামনার জন্য ৩৬ ঘন্টার নির্জলা উপবাস করে থাকেন। এবছর কবে থেকে উৎযাপিত হবে ছট পুজো? চলুন দেখে নেওয়া যাক।

এবছর ৭ই নভেম্বর ও ৮ই নভেম্বর ছট পুজো পালিত হবে পশ্চিমবঙ্গে। জানা যাচ্ছে ৭ ই নভেম্বর বেলা ১২ টা ৪১ মিনিট থেকে শুরু হবে তিথি, যেটা শেষ হবে ৮ই নভেম্বর বেলা ১২ টা বেজে ৩৪ মিনিটে। তাই এই সময় নির্জলা উপোস করবেন মহিলারা।

ছট পুজোর খরনা

ছট পুজো উপলক্ষে গঙ্গাতে স্নান করে সূর্য দেবের পুজোর উদ্দেশ্যে যান হাজারো মানুষ। এই দৃশ্য দেখার জন্যও ভিড় জমে যায় গঙ্গার ঘাটগুলিতে। তাছাড়া পুজোর পর চাল, ডাল ও করলার সবজি খাওয়া হয়। পুজোর পরের দিন খরনা পালন করা হয়। সেদিন সকাল থেকে নির্জলা উপোস করা হয়। এরপর সন্ধের সময় স্নান ও ধ্যান কার পর ছটি মায়ের উজ হয়। পূজার পর প্রসাদ খেয়েই শুরু হয় খরনা। এবছর ৬ই নভেম্বর খরনা পালিত হবে। তারপর চার দিন ধরে চলবে ছট পুজোর নানান নিয়ম ও আয়োজন।

পুজো বিধির দিক থেকে ছট পুজোর বেশ কঠোর। তাই এটি মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এই পুজোর ফলে একদিকে যেমন নেগেটিভ এনার্জি শরীর থেকে দূরে চলে যায় তেমনি পসিটিভ এনার্জির উত্থান হয়। শাস্ত্রমতে এই সময় বাড়ির পূর্ব দিকে সাতটি ঘোড়ায় টানা সূর্য দেবের রথের ছবি লাগাতে হয়। যেটা বাড়ীর সুখ সমৃদ্ধি ও খাদ্যের ভান্ডারের প্রতীক হিসাবে কাজ করে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X