Rain Forecasst in few districts of South and North Bengal Tomorrow's Weather Update

সকালে কুয়াশা রাতে নামবে তাপমাত্রা, একইসাথে বৃষ্টির পূর্বাভাস ৮ জেলায়, দেখুন আগামীকালের আবহাওয়া

পার্থ মান্নাঃ কালীপূজার পর থেকেই ধীরে ধীরে কিছুটা হলেও শহরের তাপমাত্রা কমেছে। যদিও শীতের অনুভূতি সেভাবে মেলেনি তবে ভোরের দিকে হালকা ঠান্ডা আবহাওয়া লক্ষ করা যাচ্ছে দক্ষিণের প্রায় সব জেলাতেই। এদিকে ‘দানা’ ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ হলেও বৃষ্টির সম্ভাবনা একেবারে শেষ হয়নি। আগামীকাল অর্থাৎ ৫ই নভেম্বর মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে? চলুন দেখে নেওয়া যাক কি বলছে মৌসম ভবন বা IMD।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ ৫ই নভেম্বর কলকতার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বেলা বাড়লে হালকা মেঘের সঞ্চার যেতে পারে। যার দৌলতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও খুব জোরালো বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

৫ই নভেম্বর দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে জানা যাচ্ছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা থেকে পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে হাওড়া, হুগলি, পশ্চম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুশিদাবাদ ও নদীয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমবে যার ফলে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে।

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ ৫ ই নভেম্বর উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার ইত্যাদি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টির চান্স নেই বললেই চলে।

আগামী কয়েক দিন বা বলতে গেলে ১০ই নভেম্বর পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে কমতে একেবারেই শূন্যে ঠেকবে বলে আশা করা হচ্ছে। এদিকে তাপমাত্রাও ধীরে ধীরে কমবে যার ফলে ভোরের দিকে শিশির ও কুয়াশার দেখা যেমন মিলবে তেমনি রাতের দিকে ঘুমাতে যাওয়ার সময় চাদর লাগতে পারে। যদিও নভেম্বর মাসে জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলেই আগাম জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X