পার্থ মান্নাঃ প্রথম ঘোষণার দিন থেকেই রাজ্য সরকারের সবচেয়ে সুপারহিট জনকল্যাণমুখী প্রকল্প লক্ষীর ভান্ডার (Laxmir Bhandar)। বাংলার মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে ও তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের ১০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়। তবে লোকসভা ভোটের আগেই সেই টাকা বাড়িয়ে ৫০০ থেকে ১০০০ ও ১০০০ থেকে ১২০০ টাকা করে দেওয়া হয়েছে। তবে এবার জানা যাচ্ছে বিধানসভা ভোটের আগে ফের বাড়ানো হতে পারে লক্ষীর ভান্ডারের ভাতা।
আবার বাড়ছে লক্ষীর ভান্ডারের টাকার পরিমাণ?
সোশ্যাল মিডিয়াতে হামেশাই খবর ছড়িয়ে বেড়াচ্ছে যে লক্ষীর ভান্ডারের টাকা হয়তো বাড়ানো হতে পারে। যদিও এতদিন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি। তবে এবার বড় ঘোষণা করলেন সরকার পক্ষেরই এক ব্যক্তি। বিগত শনিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল সাউথখন্ড পঞ্চায়েতের তরফ থেকে। সেখানেই প্রধান বিজনবন্ধু বাগ জানান, ‘২০২৬ এর বিধানসভায় লক্ষীর ভান্ডারের ১০০০ বেড়ে ২০০০ হবে’।
অবশ্য এখানেই শেষ নয়, তিনি আরও জানান, ‘মুখ্যমন্ত্রী যদি ২০০০ টাকা না করেন তাহলে আমার গ্রাম পঞ্চায়েতে লক্ষী ভান্ডারে দুহাজার টাকা আমিই দেব’। স্বাভাবিকভাবেই এই ঘোষণা হু হু করে ছড়িয়ে পড়েছে। তাই অনেকেই এবার আশা করছেন হয়তো সত্যিই বাড়ানো হতে পারে লক্ষীর ভান্ডারের টাকা।
লক্ষীর ভান্ডার নিয়ে মন্তব্যের জেরে শুরু বিতর্ক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ব্লক থেকে অঞ্চলভিত্তিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হচ্ছিল। তেমনই আয়োজন করা হয়েছিল পটাশপুরের সাউৎখণ্ডে। এদিনের সম্মেলনীর অনুষ্ঠানে প্রধান বিজনবন্ধু ছাড়াও কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পীযুষ পান্ডা থেকে জেলা সভাধিপতি উত্তম বারিক সহ আরও একাধিক সদস্যরা উপস্থিত ছিলেন। যার জেরে দলের অন্দরেই এক বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন অপেক্ষা অফিসিয়াল কোনো ঘোষণা আসে কি না।