পার্থ মান্নাঃ দুর্গাপুজো থেকে শুরু করে এখনও চলছে উৎসবের মরশুম। তাছাড়া সামনেই শুরু হতে চলেছে বিয়ের মরশুম। অনেকেই নব দম্পতিকে উপহার দেওয়ার জন্য সোনা কিনবেন বলে ঠিক করেছেন। সেই কারণে একটু দাম কমলে অনেকেই আগে থেকে সোনা কিনে রাখেন। আজ কি কমল নাকি বাড়ল সোনার দাম? চলুন দেখে নেওয়া যাক কলকাতায় কত চলছে সোনা ও রুপার রেট।
আজকে কলকাতায় সোনার দাম
আজ কলকাতায় যদি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য ৭৩৩৫ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৭৩ হাজার ৩৫০ টাকা খরচ করতে হবে। আর যদি ১০০ গ্রাম সোনা কিনতে চান তাহলে ৭ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে। তবে সুখবর হল সোনার দাম দশ গ্রামের জন্য ১৫০ টাকা ও একশো গ্রামের জন্য ১৫০০ টাকা কমেছে।
অবশ্য যদি খাঁটি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে খরচ একটু বেড়ে যাবে। কারণ আজ কলকাতায় ১ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার জন্য ৮০২৪ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৮০ হাজার ২৪০ টাকা খরচ পড়বে আর ১০০ গ্রামের জন্য ৮ লক্ষ ২ হাজার ৪০০ টাকা দাম পড়বে। তবে এক্ষেত্রেও দশ গ্রামের জন্য ১৬০ টাকা ও একশো গ্রামের জন্য ১৬০০ টাকা কমে গিয়েছে।
তবে কম খরচে যদি সোনা কিনতে চান তাহলে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। এক্ষেত্রে ১ গ্রাম সোনার জন্য ৬০১৮ টাকা লাগবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৬০ হাজার ১৮০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ১ হাজার ৮০০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রেও দশ গ্রামের জন্য ১২০ ও একশো গ্রামের জন্য ১২০০ টাকা দাম কমানো হয়েছে।
আজ কলকাতায় রুপার দাম
বিগত কয়েকমাসে যে হারে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে তাতে অনেকেরই বাজেটের বাইরে চলে গিয়েছে সোনা। তাই আজকাল অনেকেই সোনার বদলে রুপার গহনা কিনতে পছন্দ করছেন। আজকে কি আপনি রুপা কিনতে চান? তাহলে জেনে রাখুন ৯৬,০০০ টাকা কেজি ধরে রুপা বিক্রি হচ্ছে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৯৬০ টাকা ও একশো গ্রামের জন্য ৯৬০০ টাকা খরচ হবে। সুখবর হল গত ২৪ ঘন্টায় কেজিতে ১০০০ টাকা দাম কমেছে রুপার।