Health Insurance Premium for Senior Citizen will Increase by 8 to 10 Percent from December

মূল্যবৃদ্ধির মাঝে নতুন খাঁড়া! লাফিয়ে বাড়ছে স্বাস্থ্য বীমার খরচ, মাথায় হাত মধ্যবিত্তের

পার্থ মান্নাঃ যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি চাল ডাল কিংবা শাক সবজির দাম বাড়ছে তাতে না বিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। একই সাথে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিকিৎসা থেকে ওষুধের খরচ। তাই ভবিষ্যতের কোন মেডিকেল ইমার্জেন্সির জন্য স্বাস্থ্য বীমা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এই কারণে কিছুদিন আগেই স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের উপর থাকা জিএসটি তুলে নেওয়ার প্রস্তাব আনা হয়েছে। তবে এবার স্বাস্থ্যবিমা নিয়ে এলেও বড় আপডেট।

জি এস টি কমলেও দামি হচ্ছে স্বাস্থ্য বীমা

সাধারণ মানুষ যাতে আরও বেশি করে স্বাস্থ্য বীমা নিতে পারে তার জন্য যখন এক দিকে জিএসটি শূন্য করে দেওয়ার দাবি তোলা হচ্ছে। তখনই আরেকদিকে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বাড়াতে চলেছে কোম্পানিগুলি। হ্যাঁ ঠিকই দেখছেন আরো বাড়তে চলেছে স্বাস্থ্য বীমার খরচ। ইতিমধ্যেই কয়েকটি কোম্পানি দাম বাড়িয়ে ফেলেছে, যারা বাকি রয়েছে তারাও আগামী মাসের মধ্যেই প্রিমিয়াম বাড়াতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে নাজেহাল সেখানে কেন বাড়ছে স্বাস্থ্য বীমার খরচ?

বাড়ছে প্রবীনদের হেলথ ইন্সুরেন্সের খরচ

স্বাস্থ্য বীমা কোম্পানির এক এজেন্টই জানাচ্ছেন, ৭০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থার 5 লক্ষ টাকার বীমা করতে গেলে জিএসটি সহ খরচ হয় ১,০৪,৮৪৭ টাকা। আর যদি বয়স থাকে ৬১ থেকে ৬৫ মধ্যে তাহলে খরচের অংকটা দাঁড়ায় ৩৪০০০ থেকে প্রায় ৪০০০০ এর কাছাকাছি। তবে এর ওপরেও আরও ৮ থেকে ১০ শতাংশ খরচ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

কেন বাড়ছে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম?

বাড়তে থাকা স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের খবর প্রকাশ্যে আসার পরেই সকলের মনে প্রশ্ন জেগেছে কেন এতটা বাড়ছে প্রিমিয়াম? যার উত্তরে বীমা সংস্থা গুলির দাবি, যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে চিকিৎসার খরচ। তাই অসুস্থ হলে বীমার দরুন মেটানো টাকার খরচের পরিমাণও বেড়েছে অনেকটাই। এমতাবস্থায় যদি প্রিমিয়াম না বাড়ানো হয় তাহলে বিমা ব্যবসাও ক্ষতির মুখে পড়তে পারে। এই কারণেই স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বাড়ছে।

কেন্দ্রীয় সরকারের প্রবীণদের জন্য স্বাস্থ্য বীমা প্রকল্প

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে দেশের সমস্ত সত্য সত্য প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা হবে। এর ফলে কোটি কোটি প্রবীণ মানুষেরা ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পেয়ে যাবেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X