Katha Serial Blockbuster Episode Katha sees herself as bald

চকচকে টাকে টুকটুকে লাল সিঁদুর! আচমকাই টাকলা কথা, প্রকাশ্যে ধামাকা পর্বের আগাম ঝলক

পার্থ মান্নাঃ বর্তমানে টিভির পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হয় তারমধ্যে অন্যতম একটি হল ষ্টার জলসার কথা। টিআরপি তালিকায় প্রতি সপ্তাহেই প্রথম তিনের মধ্যেই থাকে সিরিয়ালটি। এমনকি মাঝে কয়েকবার বেঙ্গল টপারও হয়েছে। তবে এবার ফের একবার টপার হতে ধামাকা পর্ব নিয়ে হাজির কথা ও অগ্নিভ জুটি।

কথা সিরিয়ালের ধামাকা পর্ব

শুরু থেকেই অগ্নিভ আর কথার সম্পর্ক একপ্রকার আধায় কাঁচকলায়। তবে সময়ের সাথে সাথে কথার ব্যবহার ও কাজ কর্ম দেখে সে বুঝে গিয়েছে কোনো খারাপ উদ্দেশ্যে নেই তার বরং পরিবারের সকলের ভালোই চায় সে। অগ্নিভর মাকেও সেই খুঁজে এসেছিল আর এখন সবচেয়ে বেশি আগলে রাখে। অবশ্য এতে দুজনের মাঝের খুনসুটিতে এতটুকুও ভাটা পড়েনি।

আচমকাই টাকলা হল ‘কথা’

গতকালের পর্বের শেষেই টিজারে দেখানো হয়েছিল যে ভোর বেলা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে চিৎকার করছিল কথা। কিন্তু কি এমন দেখল সে? জানা যাচ্ছে, স্বপ্নে সে দেখেছে তার একমাথা চুল সব পড়ে গিয়েছে আর একেবারে টাকলা হয়ে গিয়েছে সে। এখানেই শেষ নয়, সকালে স্নান করে যখন সিঁদুর পড়তে গিয়ে নিজেকে টাকলা দেখতে পেয়েছে ঠিক সেই সময়েই পাচক মশাই এসে টাক মাথায় সিঁদুর পড়িয়ে দিয়ে কপালে চুমু খেয়েছে।

Katha Serial Katha sees herself as bald

এমন একখানা স্বপ্ন দেখে রীতিমত চিৎকার করে বাড়ি মাথায় করেছে কথা। চিৎকার শুনে সোফা থেকে পড়ে গিয়েছে অগ্নিভ। এরপর হাজার বোঝানোর চেষ্টা করলেও চুল যে পড়েনি সেটা বিশ্বাস করে না কথা। তখনই চুল টেনে বোঝাতে গেলে বাড়ির বড়রা এসে হাজির। দাদু আর ঠাম্মি এসে ভাবে দুজনের মধ্যে ঝগড়ার জেরে শেষমেশ মারধর শুরু হয়েছে।

এরপর সবাইকে বোঝাতে শুরু করে অগ্নিভ যে তাদের মধ্যে কোনো ঝামেলাই হয়নি। বরং কথাই ভোর বেলা স্বপ্ন দেখে চিৎকার করে চলেছে। শুরুতে বাকিরা কথা বিশ্বাস না করতে চাইলেও কথা নিজে সত্যিটা স্বীকার করলে বাকিদের কিছুটা বিশ্বাস হয়। এরপর বাকিরা চলে গেলে ফের একপ্রস্ত ঝগড়া হতে হতেই মেলে হালকা রোম্যান্টিক দৃশ্যের দেখা। এরপর কি হল? সেটা জানতে হলে চোখ রাখুন টেলিভিশনের পর্দায়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X