পার্থ মান্নাঃ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নভেম্বরের ১৪ পেরোতেই হাজির হয়েছে শীত। বিগত ২৪ ঘন্টায় উষ্ণতার পারদ কোথাও ১ ডিগ্রি নেমেছে তো কোথাও ২ ডিগ্রি। ইতিমধ্যেই শীতের পোশাকও বের করতে শুরু করেছেন সকলেই। তবে এতো সবে শুরু, এবার আগামী কয়েক দিনের মধ্যেই হু হু করে কমবে তাপমাত্রা। তবে তারই মাঝে নিম্নচাপের দেখা মিলেছে বঙ্গোপসাগরে। তাহলে আজ কি ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবন বা IMD এর জারি করা আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই ঘন কুয়াশার দেখা মিলেছে শহর কলকাতায়। যদিও বেলা বাড়লে সব পরিষ্কার হয়ে ঝলমলে আকাশ দেখা যাবে। তবে আজ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী কোনো জেলাতেই বৃষ্টি হবে না। এদিকে তাপমাত্রার পতন বেশ ভালোই লক্ষ করা যাবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর জেলায় 2-3 পর্যন্ত কমতে পারে উষ্ণতা।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উল্টে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তাই যারা এই সময় উত্তরবঙ্গ ভ্রমণে যাচ্ছেন তারা নিশ্চিন্তে এনজয় করতে পারবেন।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল শনিবারেও আবহাওয়া কমবেশি আজকের মতই থাকবে। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে শুষ্ক বাঁওহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কুয়াশার দেখা মিলবে যদিও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।