Gold Price Today See Gold and silver rates today at kolkata

বিয়ের মরশুমের শুরুতেই ফের সস্তা সোনা? দেখে নিন আজ কলকাতায় ১০ গ্রামের দাম কত

পার্থ মান্নাঃ উৎসবের মরশুম শেষ হতেই সামনে হাজির বিয়ের মরশুম। কেউ বিয়ের জন্য গয়না কিনতে ব্যস্ত তো কেউ আবার উপহার দেওয়ার জন্য সোনা কিনতে চাইছেন। এদিকে এসপ্তাহের শুরুতেই অনেকটা পতন হয়েছিল সোনার দামে। তবে তার আগে আজ দাম বাড়ল নাকি কমল সেটা দেখে নেওয়া জরুরি। চলুন আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক কলকাতায় সোনা ও রুপার দাম কত।

কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম

আজ যদি কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতি গ্রামের জন্য ৬৯৪৫ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৬৯ হাজার ৪৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে। তবে বিগত কয়েকদিন হু হু করে দাম কমার পড় দশ গ্রামের জন্য ১০০ টাকা ও একশো গ্রামের জন্য ১০০০ টাকা দাম বেড়ে গিয়েছে।

কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম

একেবারে খাঁটি সোনা কিনতে চান? তাহলে ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য ৭৫৭৬ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭৫ হাজার ৭৬০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও ১০ গ্রামের জন্য ১১০ টাকা ও ১০০ গ্রামের জন্য ১১০০ টাকা দাম বেড়ে গিয়েছে।

কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম

একটু সস্তায় সোনা কিনতে চান? তাহলে আপনাকে ১৮ ক্যারেট সোনা নিতে হবে। এক্ষেত্রে ১ গ্রাম সোনার জন্য ৫৬৮২ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৫৬ হাজার ৮২০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৬৮ হাজার ২০০ টাকা খরচ হবে। অবশ্য আঠেরো ক্যারেট সোনার দামও আজ অল্প বেড়েছে। দশ গ্রাম সোনার জন্য ৮০ টাকা ও একশো গ্রাম সোনার জন্য ৮০০ টাকা দাম বেড়ে গিয়েছে।

আজ কলকাতায় রুপার দাম

সোনার দাম যে হারে বাড়তে শুরু করেছে তাতে অনেকেই সোনা ছেড়ে রুপার গহনা কিনতে বেশি পছন্দ করছেন। আপনিও কি রুপা কিনতে চান? তাহলে জেনে রাখুন আজ ১০ গ্রাম রুপার জন্য ৮৯৫ টাকা ও ১০০ গ্রাম রুপার জন্য ৮৯৫০ টাকা খরচ হবে। অর্থাৎ আজ ৮৯ হাজার ৫০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে রুপা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X