লাদাখের পাশাপাশি জল পথেও চিনের গতিবিধি খুব একটা সুবিধার ঠেকছে না। দক্ষিণ চিন সাগরে লাল সেনার এই আগ্রাসনকে অনেকেই দেখছেন না ভালো চোখে। এদিকে সাগরে লাল সেনার আধিপত্য বেশি হলে তা ভারতের পক্ষেই অসুবিধার। কারণে ওই পথে বাণিজ্য করে থাকে আমাদের দেশ। ফলে বাণিজ্য বিঘ্নিত হওয়ার অর্থ ব্যবসায় টান। এই অবস্থায় দক্ষিণ চিন সাগর নিয়েও এবার ভাবতে হচ্ছে দিল্লিকে।