শহীদ জওয়ানের শেষ যাত্রাতেও রাজনীতি করে গেল মমতা, ধিক্কারঃ রাজ্যপাল

ফের একবার মমতা বন্দোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সম্প্রতি সীমান্তে শহীদ হওয়া সুবোধ ঘোষের শেষ যাত্রাতেও তৃণমূল রাজনীতি করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যপালের মতে, শেষ কৃত্যের সময় সেখানে যেতে বাধা দেওয়া হয়েছিল বিজেপির স্থানীয় সাংসদকে। এই ঘটনা গণতন্ত্রের লজ্জা বলে অভিহিত করেছেন রাজ্যপাল।

Avatar

Koushik Dutta

X