‘উল্কা’র লোভ দেখিয়ে প্রতারণার কথা শুনেছেন কখনও? এমনই অবাক করা ঘটনা ঘটল উত্তরাখণ্ড-এর রাজধানী দেহরাদুনে। সেখানে এক অবসরপ্রাপ্ত সেনাকে বলা হয়েছিল, এক সংস্থার কাছে রয়েছে আশ্চর্য এক উল্কাপিণ্ড। যার বাজার মূল্য নাকি ৫ হাজার কোটি টাকা। তবে উল্কা হস্তান্তর জনিত কিছু প্রক্রিয়ার জন্য লাগবে কিছু টাকা। এরপরেই উক্ত প্রতারকের হাতে দেড় কোটি টাকা জমা করে দেন প্রাক্তন সেনা। পরে বুঝেছেন, পুরোটাই ধাপ্পাবাজি। টাকাও গেল, উল্কাও আর পেলেন না।