দীর্ঘ প্রতীক্ষিত ‘টম এন্ড জেরি’ সিনেমার ট্রেলার মুক্তি পেল বুধবার। প্রায় তিন দশকের কাছাকাছি সময় পরেই ইঁদুর বিড়ালের খুনসুটি ফের দেখা যাবে বড় পর্দায়। ২ মিনিট ২৪ সেকেন্ডের দীর্ঘই ট্রেইলারে দেখা গিয়েছে এক পরিচিতদের কাছে রয়েছে টম এন্ড জেরি জুটি। তাদের নিজেদের টুইটারে এই ট্রেইলারটি শেয়ার করা হয়েছে। ২০২১য়ে নতুনভাবে আসতে চলেছে এই জুটি।