পাকিস্তানে মিলল হিন্দু রাজাদের আমলের বিষ্ণু মন্দিরের খোঁজ, বয়স প্রায় দেড় হাজার বছর

উত্তর পাকিস্তান থেকে প্রাচীন মন্দিরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এক পাকিস্তানি এবং ইটালিয়ান বিজ্ঞানী খনন কার্য চালানোর সময় এই মন্দিরের সন্ধান পেয়েছেন। এটি বিষ্ণু মন্দির বলে জানা গিয়েছে। যার আনুমানিক বয়স ১ হাজার ৩০০ বছর। হিন্দুদ রাজাদের সময়ের কীর্তি বলে মনে করা হচ্ছে।

Avatar

Koushik Dutta

X