Liquefied petroleum gas,Gas Cylinder,Price,Bangladesh,LPG Price Hike,Lpg

মূল্যবৃদ্ধির মধ্যেই গ্যাসের ছ্যাঁকা! অনেকটাই বাড়ল LPG সিলিন্ডারের দাম

শ্রী ভট্টাচার্য, কলকাতা: গ্যাসে হাঁড়ি চাপানোর আগেই মধ্যবিত্ত বাড়ির মহিলাদের আত্মারাম হয়ে যায় খাঁচা। গ্যাস শেষ হয়ে গেলে কী হবে? পকেটে বড্ড টান। গ্যাসের দাম ক্রমশ বাড়ছে। যদিও নতুন বছরের শুরুতে কিছুটা হলেও স্বস্তির স্বাদ পেয়েছিল সাধারণ মানুষ। কিছুটা করে কমেছিল গ্যাসের দাম। কিন্তু এখন আবার উলটপুরাণ। হঠাৎ দাম বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের।

LPG-র দাম

১ জানুয়ারী থেকে ভারতে রান্নার গ্যাসের (Liquefied petroleum gas) দাম প্রতি সিলিন্ডারে কিছুটা হলেও কমেছে। ১৬ টাকা কম হয়েছিল দাম। এই মূল্য হ্রাস কিছুটা হলেও মধ্যবিত্ত পরিবারগুলিতে স্বস্তি এনেছিল, বিশেষ করে যেহেতু প্রতি মাসে গ্যাসের দাম পর্যালোচনা করা হয়। ওদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও আকাশ ছেড়ে মাটিতে পা দিয়েছিল। কলকাতায়, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ডিসেম্বরে ১,৯২৭ টাকা থেকে কমে ১,৯১১ টাকায় নেমে এসেছিল। স্বাভাবিকভাবেই, মধ্যবিত্তের জন্য এটা ছিল অত্যন্ত খুশির খবর। কারণ কয়েক মাসের মধ্যে এই প্রথম বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল, যা ক্রমবর্ধমান দামের মুখোমুখি হওয়া মানুষের জন্য কিছুটা আনন্দের বার্তা এনেছিল।

রান্নার গ্যাসের দাম চরমে:

কিন্তু এখন আবার কী হল? কমে গিয়েও ফের বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। এক টাকা দুই টাকা নয়, প্রতি কেজিতে একেবারে ৪ টাকা করে বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ে গিয়েছে মধ্যবিত্ত মানুষের।

Sorry, no posts were found.

  • বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ১২১.১৯ টাকা থেকে বেড়ে ১২১.৫৬ টাকা হয়েছে।
  • পাইপের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি কেজি ১১৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসও আরও ব্যয়বহুল হয়ে উঠেছে, এখন প্রতি লিটারে ৬৭.২৭ টাকা, যা ৬৬.৭৮ টাকা থেকে বেড়ে গিয়েছে।

আসলে, নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে, বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের দাম প্রভাব ফেলেছে। ভারতের পাশাপাশি বাংলাদেশও এই প্রকোপ থেকে রেহাই পায়নি। লাফিয়ে দাম বেড়েছে ওপার বাংলাতেও। ভারতে যদিও দাম এখনও স্থিতিশীল।

বাংলাদেশে এলপিজির দাম বৃদ্ধি

ভীষণ সমস্যার মুখোমুখি বাংলাদেশ। গত বছরের আগস্ট থেকেই বাংলাদেশ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রাজনৈতিক সমস্যা এবং জিনিসের বাড়তে থাকা দাম তো রয়েছেই। এর প্রভাব আবার রান্নার গ্যাসের দামেও পড়েছে। সরাসরি মধ্যবিত্তের পেটে গিয়ে ধাক্কা বলে যাকে। ২ জানুয়ারী, বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন এলপিজির দাম প্রতি সিলিন্ডার ১,৪৫৫ টাকা নির্ধারণ করেছে। কিন্তু ভ্যাট যুক্ত হওয়ার পর, দাম ৪ টাকা বৃদ্ধি পায়, যার ফলে নতুন দাম প্রতি সিলিন্ডার পিছু ১,৪৫৯ টাকা হয়ে দাঁড়িয়েছে।

Shree Banerjee

Shree Banerjee

X