ভূরি ভূরি নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবেন চাকরি? জানিয়ে দিল নবান্ন

WB Job Update

ভূরি ভূরি নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবেন চাকরি? জানিয়ে দিল নবান্ন

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা নতুন নিয়োগ অনুমোদন করেছে। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন বিভাগে ৬০টি নতুন পদ নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র, মহিলা ও শিশু কল্যাণ এবং বিচার বিভাগের অধীনে চাকরি দেওয়া হবে। এছাড়াও, মন্ত্রিসভা রাজ্য পরিবহন কর্পোরেশনে (STC) ৮৭৮টি নতুন পদের জন্যও সবুজ সংকেত দিয়েছে। সরকার পরিবহন ক্ষেত্রে উন্নত পরিষেবা নিশ্চিত করতে এই পদে অস্থায়ী বাস কন্ডাক্টর নিয়োগের পরিকল্পনা করছে।

স্বাস্থ্য, অগ্নিনির্বাপণ এবং পুলিশ বিভাগের উপর জোর

সভায় স্বাস্থ্য খাতে বড় ধরনের নিয়োগেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডাক্তার, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ। অতিরিক্তভাবে, অগ্নিনির্বাপণ বিভাগ এবং পুলিশ বাহিনীর জন্য বিপুল সংখ্যক নতুন পদ অনুমোদন করা হয়েছে, যা রাজ্য জুড়ে জননিরাপত্তা এবং জরুরি পরিষেবা জোরদার করতে সহায়তা করবে। আগে, মন্ত্রিসভা স্বাস্থ্য এবং আইন প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নিয়োগ অনুমোদন করেছিল।

এদিকে, নতুন অর্থবছরের (২০২৫-২৬) রাজ্য বাজেট অধিবেশন ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গের বাজেট ১২ ফেব্রুয়ারি উপস্থাপন করা হবে এবং এতে বিভিন্ন সরকারি খাতের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এবং বরাদ্দ অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

সরস্বতী পুজো সম্পর্কে মুখ্যমন্ত্রীর নির্দেশিকা

মন্ত্রিসভার বৈঠকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন সরস্বতী পুজো সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করার জন্যও নির্দেশিকা জারি করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে মন্ত্রীদের তাদের নিজ নিজ এলাকায় উদযাপন কীভাবে হচ্ছে তা খতিয়ে দেখা উচিত এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা উচিত যাতে কোনও সমস্যা না হয়।

প্রসঙ্গত, চাকরি পেতে বেশি দেরি কিন্তু হবে না। এই নিয়োগের প্রক্রিয়া দ্রুততর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর মিলেছে। যাতে সরকারি পরিষেবার সামগ্রিক কার্যকারিতা বাড়ে। বলা বাহুল্য, এই পদক্ষেপ রাজ্যের পরিকাঠামো, জননিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥