কৌশিক দত্ত, কলকাতাঃ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তথা পঞ্চম T20 ম্যাচে টিম ইন্ডিয়ার স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) বিরাট কৃতিত্ব হাসিল করেছেন। নিয়মরক্ষার ম্যাচে জস বাটলারকে আউট করে ইতিহাস গড়েছেন ভারতীয় স্পিনার।
ভারতের তরফে বরুণ চক্রবর্তী দ্বিপাক্ষিক টি২০ সিরিজে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে উঠেছেন। এর আগেও এই কৃতিত্ব হাসিল করেছিলেন বরুণ। সাউথ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজের ৪ ম্যাচের সিরিজে ১২ উইকেট নিয়েছিলেন তিনি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩ উইকেট হাসিল করেছেন। পাশাপাশি এই সিরিজে তিনি এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেছেন।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজে জয়লাভ করেছে ভারত। ইংল্যান্ডকে ৪-১ এ দুরমুশ করেছেন সূর্যকুমার যাদবের দল। প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে ইংরেজদের বিরুদ্ধে হারের মুখে পড়তে হয় টিম ইন্ডিয়াকে। এরপর চতুর্থ ম্যাচে কামব্যাক করে ভারত। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পকেটে পুরে নেয়। পঞ্চম ও শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। আর শেষ ম্যাচেও হারের মুখে পড়তে হয় ব্রিটিশদের।
বলা ভালো, দীর্ঘদিন বাদে সিরিজ জয়ের স্বাদ পেল ভারতীয় দল। এর আগে ঘরের মাঠে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড ও বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সামনে নতজানু হতে হয়েছিল রোহিত শর্মাদের। দুই টেস্ট সিরিজে হারের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে যায় ভারত। এমন পরিস্থিতিতে দলের প্লেয়ার থেকে সমর্থক, সবাই হতাশ হয়ে পড়েন। তবে এবার কিছুটা হলেও অক্সিজেন জুগিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ। সবথেকে বড় বিষয় হল, এই সিরিজে দীর্ঘ এক বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন মহম্মদ শামি। শেষ ম্যাচে তিনি ৩ উইকেট নিয়ে BCCI ও সমর্থকদের ভরসাও জুগিয়েছেন।