কয়েক ঘন্টায় চরম দুর্যোগ, বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গ, কলকাতায়! জারি অ্যালার্ট

Weather Update

কয়েক ঘন্টায় চরম দুর্যোগ, বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গ, কলকাতায়! জারি অ্যালার্ট

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ক্যালেন্ডারের পাতায় ফ্রেব্রুয়ারি শেষ না হলেও বসন্ত যে প্রস্থানের পথে তা দৈনিক তাপমাত্রা দেখলেই বেশ বোঝা যাচ্ছে। রাতের দিকে হালকা শীতের আমেজ থাকলেও সকালে রোদ উঠলেই সে সব উধাও। শীত যে নেই সেটা বেশ স্পষ্ট, সাথে বেলা বাড়ার সাথে গলদঘর্ম পরিস্থিতি জানান দিচ্ছে গ্রীষ্ম এসে গেছে। তবে এই অস্বস্তিকর আবহাওয়া মাঝেই একটুকরো ভালো খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। মিলছে বৃষ্টির পূর্বাভাস, কিন্তু কবে? চলুন দেখে নেওয়া যাক।

বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

সম্প্রতি প্রকাশিত হাওয়া অফিসের রিপোর্ট বলছে হরিয়ানা ও আসামে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। একইসাথে আজ অর্থাৎ ১৮ই ফেব্রুয়ারি পশ্চিমি ঝঞ্ঝাও প্রবেশ করছে। এখানেই শেষ নয়, সাথে রয়েছে উত্তর ভারতের ওয়েস্টার্লি জেট স্ট্রিম। মোটের উপর দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে আগামী ২৪ ঘন্টায় বা বলা ভালো বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলায়। আগামী ৩-৪ দিন এই আবহাওয়া বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

কলকাতার আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা যাচ্ছে। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে, একইসাথে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আদ্রতাজনিত অস্বস্তি হতে পারে।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাস থাকছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ থেকে নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হতে পারে, যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আগামীকাল অল্প বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া দার্জিলিং সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর ঘন কুয়াশায় থাকতে পারে। ফলে এই জেলাগুলিতে রাস্তায় যাতায়াতের সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥