ট্রেন ধরতে হুড়োহুড়ি আর নয়! ৪০টি স্টেশনে নয়া সিস্টেম চালু রেলের, আপনার এলাকার নাম আছে?

Train Station

ট্রেন ধরতে হুড়োহুড়ি আর নয়! ৪০টি স্টেশনে নয়া সিস্টেম চালু রেলের, আপনার এলাকার নাম আছে?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ যাত্রীদের সুবিধার্থে প্রতিনিয়োগ কাজ করে চলেছে রেল কর্তৃপক্ষ। তবে সমস্ত অভিযোগ মেটানো সম্ভব হয়নি। কোথাও ট্রেন লেট তো কোথাও আবার টিকিট থাকলেও কোথায় নিজের সিট পড়েছে সেটাই খুঁজে পাওয়া দায় হয়ে যাচ্ছে এমন হাজারো কমপ্লেন আসছে। যদিও এবার জানা যাচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে দারুণ উদ্যোগ নিল পূর্ব রেল। হাওড়া ডিভিশনের মোট ৪০টি স্টেশনে চালু হবে স্পেশাল ব্যবস্থা। সেটা কি? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

যাত্রীসুবিধার্থে TIB বসাচ্ছে পূর্ব রেল

হাওড়া স্টেশনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একটা বিরাট স্ক্রিনে ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে কখন ছাড়বে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকে। কিন্তু বাকি স্টেশনগুলোতে এমনটা নেই। এদিকে সময়ের সাথে ট্রেনের যাত্রীর সংখ্যা বেড়েছে অনেকটাই। তাই এবার হাওড়া ডিভিশনের ৪০টি স্টেশনে ট্রেন ইন্ডিকেশন বোর্ড বা TIB লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর ফলে প্ল্যাটফর্মে উঠলেই রিয়েল টাইমে ট্রেনের সময়সূচি থেকে শুরু করে প্ল্যাটফর্ম নাম্বার, কোনো ট্রেন বাতিল হলে তার তথ্য ইত্যাদি পাওয়া যাবে।

এই ধরণের বোর্ড আসলে যাত্রীদের ট্রেন ধরার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে। কারণ স্টেশনে একাধিক প্ল্যাটফর্মের মধ্যে কোনটিতে আপনার ট্রেনটি আসছে সেটা অনেক সময়েই ভিড়ে ও কোলাহলের মাঝে শুনতে অসুবিধা হয়। তাছাড়া অল্প সময়ের ব্যবধানে কিছু সংখ্যক ট্রেন সম্পর্কেই ঘোষণা করা হয়। সেক্ষেত্রে TIB থাকলে সমস্ত তথ্য একসাথে পাওয়া যেতে পারে। এর ফলে স্টেশনে অযথা ভিড় যেমন কমবে তেমনি যাত্রীদেরও অনেকটাই সুবিধা হবে।

কোন কোন স্টেশনে চালু হবে TIB?

যেমনটা জানানো হয়েছে আপাতত ৪০টি স্টেশনে টিআইবি বসানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। এর মধ্যে ব্যস্ত স্টেশনগুলোর সংখ্যাই বেশি। আপনার শহরের স্টেশন আছে নাকি জানতে চান? তাহলে নিচের তালিকা দেখে নিন।

  • লিলুয়া
  • বেলুড় মঠ
  • কোন্নগর
  • রিষড়া
  • শ্রীরামপুর
  • শেওড়াফুলি
  • আরামবাগ,
  • হুগলি
  • মায়াপুর
  • বেলমুড়ি
  • ডায়েরা
  • গুড়াপ
  • পাল্লা রোড
  • দাঁইহাট
  • ধাত্রীগ্রাম
  • খামারগাছি
  • পাটুলি
  • অগ্রদ্বীপ
  • লক্ষীপুর
  • ভাণ্ডারটিকুরী
  • ডুমুরদহ
  • কুন্তিঘাট
  • বাহিরখন্ড
  • সাঁইথিয়া
  • বোলপুর
  • পাকুড়
  • রামপুরহাট
  • মধুসূদনপুর
  • পরাবাজার
  • শিবাইচন্ডি
  • হাজীগড়
  • ঝাঁপানডাঙ্গা
  • গোবরা
  • জানাই রোড
  • মির্জাপুর
  • ঝাঁকিপুর
সঙ্গে থাকুন ➥