Siliguri Roads will be closed due to Himalayan Festival by Darjeeling District Administration
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

উৎসবের জেরে বন্ধ রাস্তা! রোড শো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান বিরাট আয়োজন উত্তরবঙ্গে

পার্থ সারথি মান্না, কলকাতাঃ গরম পড়তেই উত্তরবঙ্গের টিকিট বুকিং শুরু করে দিয়েছেন অনেকেই। কেউ দার্জিলিং তো কেউ শিলিগুড়ি ঘুরতে যাবেন বলে প্ল্যান করে ফেলেছেন। আপনিও যদি উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই শিলিগুড়িতে শুরু হচ্ছে এক বিশেষ ফেস্টিভ্যাল যার ফলে কিছু রাস্তা বন্ধ রাখা হবে।

উৎসবের জেরে বন্ধ উত্তরবঙ্গের রাস্তা

হ্যাঁ ঠিকই দেখছেন, আসলে ২৩শে ফেব্রুয়ারি থেকেই হিমালয়ান ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। যেটা শিলিগুড়ির সেবক মোড় থেকে শুরু করে এয়ারভিউ পর্যন্ত রাস্তায় আয়োজিত হবে। এয়ারভিউ মোড়েই মঞ্চটিরই করাহয়েছে সংস্কৃতিক অনুষ্টানের জন্য। দার্জিলিং জেলা প্রশাসনের তরফ থেকেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে।

এমনিতেই শিলিগুড়ির রাস্তা উত্তরবঙ্গের ব্যস্ততম রোডগুলির মধ্যে অন্যতম। এর মধ্যে কিছু বন্ধ করে দেওয়া হলে একদিকে যেমন জ্যাম বাড়বে তেমনি পর্যটকদের ঝামেলা কিছুটা হলেও বাড়বে। কারণ ঘুরতে গন্তব্যে পৌঁছাতে একদিকে যেমন সময় বেশি লাগবে তেমনি অতিরিক্ত ভাড়াও গুনতে হবে।

শিলিগুড়িতে Himalayan Festival

যেমনটা জানা যাচ্ছে, উৎসবের সময়ে সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত রাস্তার নাম পাল্টে দেওয়া হয়েছে সাময়িক ভাবে। এই সময় রাস্তাটির নাম থাকবে ‘হ্যাপি স্ট্রিট’। গোটা রাস্তা জুড়ে ৩০ ধরণের স্টল থাকবে যেখানে জামাকাপড়, বই, প্রসাধনী দ্রব্য, খাবার থেকে শুরু করে আরও অনেক জিনিস থাকবে। আগামীকাল বেলা ১২টা থেকে শুরু হবে উৎসব যেটা চলবে রাত্রি ১০টা পর্যন্ত।

এই সময়ে ডগ শো, বাচ্চাদের ফ্যাশন শো থেকে শুরু করে জুম্বা প্রদর্শন থেকে শুরু করে আরও একাধিক কার্যকলাপ হবে। আর শেষে মহাত্মা গান্ধী চকে তৈরি হওয়া মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সময় বেশি বাকি না থাকায় বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গোটা রাস্তা জুড়ে ব্যানার লাগানো থেকে শুরু করে লাইট লাগানোর কাজ চলছে।

আরও পড়ুনঃ সস্তায় মিলবে গ্যাস সাথে দুটো ফ্রি! গ্রীষ্মের আগেই বিরাট ঘোষণার পথে সরকার

গতকাল অর্থটা শুক্রবারেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে উৎসবের রুটম্যাপ ঘোষণা করা হয়েছে। এছাড়া আজ অর্থাৎ শনিবার ২৩শে ফেব্রয়ারি কোন রাস্তাখোলা থাকবে ও কোন রাস্তাবন্ধ থাকবে সেটা নিয়ে একটি সাংবাদিক  বৈঠক করেন। সেখানেই জানানো হয় বিশ্বচ্যাড ঠাকুর সেবক মোড় থেকে রাস্তা বন্ধ রাখা হবে এয়ারভিউ মোড় পর্যন্ত।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X