These Two banks offering upto 8.25 percent interest in Fixed Deposit Scheme
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

FD-তেই ৮.২৫% সুদ, মালামাল অফার দিচ্ছে এই দুই ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট আছে নাকি?

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভবিষ্যতের জন্য সঞ্চয় যে কতটা প্রয়োজনীয় আজকাল ছোট থেকে বড় সকলেই জানেন। সেই কারণেই প্রতিনিয়ত ভালো বিনিয়োগের প্ল্যান খুঁজে চলেছেন অনেকেই। বাজারে একাধিক রকমের ইনভেস্টমেন্টের উপায় থাকলেও ফিক্সড ডিপোজিটকেই সবচেয়ে বেশি নিরাপদ বলে মনে করা হয়। তবে প্রতিমাসেই FD-তে প্রদেয় সুদের হার পরিবতর্ন হতে থাকে। এমাসেও তার ব্যতিক্রম হয়নি।

পাল্টে গেল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার

আসলে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক বা RBI এর তরফ থেকে রেপো রেট নির্ধারণ করা হয়। এই রেটের উপরেই নির্ভর করে ব্যাঙ্কের বিভিন্ন সঞ্চয়েই প্রকল্পের সুদের হার। রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলিতে অপেক্ষাকৃত কম সুদ দিলেও প্রাইভেট ব্যাঙ্কে গ্রাহক আকর্ষণ করতে লোভনীয় সুদ প্রদান করা হয়। আর যদি আপনি সিনিয়ার সিটিজেন হন তাহলে আরও অতিরিক্ত সুদ পাওয়া যায়। সম্প্রতি দুটি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হারে পরিবর্তন করেছে। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই জানাবো আপনাদের।

ডিসিবি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের সুদ | DCB Bank Fixed Deposit Interest Rate

আপনি যদি DCB Bank এ ফিক্স ডিপোজিট করতে চান তাহলে ১ বছরের FD এর জন্য সাধারণ মানুষ ৭.১% হারে সুদ পাবেন। তবে সিনিয়ার সিটিজেনরা একই সময়ের এফডিতে ৭.৬% সুদ পাবেন। এছাড়া ২ বছরের ক্ষেত্রে সাধারণ গ্রাহকেরা ৭.৫% ও সিনিয়ার সিটিজেন গ্রাহকেরা ৮% সুদ পাবেন। ৩ বছরের ক্ষেত্রে এই সুদ সাধারণ গ্রাহকদের জন্য ৭.৫% ও সিনিয়ার সিটিজেনদের ক্ষেত্রে ৮%।

আরও পড়ুনঃ বন্দে ভারত অতীত, ঘন্টায় ১১০০ কিমি বেগে ছুটবে ট্রেন! আসছে ভারতের প্রথম হাইপারলুপ ট্রেন

ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার | IndusInd Bank Fixed Deposit Interest Rate

আরেকটি জনপ্রিয় প্রাইভেট ব্যাঙ্ক হল ইন্ডাসল্যান্ড  ব্যাঙ্ক যেখানে ফিক্স ডিপোজিটের উপর ভালো সুদ প্রদান করা হয়। আপনি যদি এখানে এফডি করেন তাহলে ১ বছরের ক্ষেত্রে সাধারণ গ্রাহকেরা ৭.৭৫% ও সিনিয়ার সিটিজেনরা ৮.২৫% সুদ পাবেন। এছাড়া ২ বছরের ক্ষেত্রে সাধারণ গ্রাহকেরা ৭.৭৫% সিনিয়ার সিটিজেনরা ৮.২৫% পাবেন। আর ৩ বছরের ক্ষেত্রে কিছুটা কমে সাধারণ গ্রাহকেরা ৭.২৫% ও সিনিয়ার সিটিজেনদের ক্ষেত্রে ৭.৭৫% সুদ প্রদান করা হয়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X