পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাড়তে থাকা মূল্যবৃদ্ধি আর রিচার্জের দামের মাঝে গ্রাহকদের স্বস্তি দিয়েছিল BSNL। তবে TRAI এর নির্দেশে ভয়েস অনলি প্ল্যান আনতে বাধ্য হয়েছে Airtel, Jio ও Vi এর মত কোম্পানিগুলিও। আর এবার বিএসএনএলকে টেক্কা দিতে সস্তায় জব্বর রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল ভারতী এয়ারটেল। নতুন এই প্ল্যানে আনলিমিটেড কলিং ও ডেটার পাশাপাহী মিলবে আরও একাধিক সুবিধা।
ধামাকা প্ল্যান লঞ্চ করল Airtel
হ্যাঁ ঠিকই দেখছেন, আরও বেশি গ্রাহকদের আকর্ষণ করতে একেবারে ধামাকা প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। বর্তমান সময়ে অনেকেই বাড়িতে সেভাবে টিভি দেখার সময়ই পান না। তাই রাস্তায় ট্রেনে বাসে থাকাকালীনই ইন্টারনেট ঘেঁটে কিংবা পছন্দের সিনেমা দেখে সময় কাটান। তাই এই ধরণের গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G সহ লম্বা ভ্যালিডিটির রিচাজ আনল Airtel। নতুন এই ৮৫৯ টাকার রিচার্জে কি কি সুবিধা পাবেন? চলুন দেখে নেওয়া যাক।
Airtel Rs 859 Recharge Benefits
আপনি যদি একবার ৮৫৯ টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে প্রতিদিন ১.৫ জিবি হাইস্পীড ডেটা পাবেন। তবে হাইস্পীড ডেটা শেষ হয়ে গেলেও 64Kbps স্পীডে ইন্টারনেট চলবে। এছাড়া আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের সুবিধাও মিলবে। একইসাথে আমাজন প্রাইম, এয়ারটেল এক্সট্রিম থেকে শুরু করে Apollo 24X7 মেম্বারশিপও পাওয় যাবে। এই প্ল্যানটির বৈধতা থাকবে ৮৪ দিনের জন্য। হিসেবে বলছে এই প্ল্যানটি রিচার্জ করতে গেলে দৈনিক খরচ ১০.২০ টাকা হবে।
আরও পড়ুনঃ PNB গ্রাহকেরা সাবধান! মার্চের মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে অ্যাকাউন্ট
Airtel Rs 979 Plan Benefits
এয়ারটেলের তরফ থেকে আরেকটি দুর্দান্ত ৯৭৯ টাকার রিচাজ প্ল্যান চালু করা হয়েছে। এখানেও আপনি আনলিমিটেড 5G ইন্টারনেট। হাইস্পীড ২ জিবি ডেটা প্রতিদিন, আনলিমিটেড কলিং পেয়ে যাবেন। একইসাথে রোজ ১০০টি ফ্রি এসএমএস থেকে অ্যামাজন প্রাইম, এয়ারটেল এক্সট্রিম থেকে Apollo 24X7 এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। হিসাবে অনুযায়ী এই প্ল্যানটি রিচার্জ করলে দৈনিক ১১.৬০ টাকা খরচ পড়বে।