পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মীদের অবসর জীবন যাতে নির্ভাবনায় কাটতে পারে আর জন্য সর্বদাই উদ্যোগী এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO। সম্প্রতি দীর্ঘদিন ধরে কর্মীরা যে ঘোষণার অপেক্ষায় ছিলেন সেটা নিয়ে আপডেট জারি করেছে ইপিএফও। ঘোষণা আসতেই রীতিমত হাসি ফুটেছে সকলের মুখে, কি জানাল সংস্থা? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বড় ঘোষণা করল EPFO
প্রতিমাসে মূল বেতনের থেকে কিছু টাকা কেটে জমা হয় PF অ্যাকাউন্টে। জমা হওয়া এই টাকার উপরে ব্যাঙ্কের থেকেও বেশি হারে সুদ পাওয়া যায়। শেষবার এই সুদের হার ৮.২৫% ঘোষণা করা হয়েছিল যার ফলে বেশ স্বস্তিতে ছিলেন কর্মীরা। তবে যেহেতু আরবিআই এর তরফ থেকে কিছুদিন আগেই রেপো রেট কমানো হয়েছে তাই অনেকেই চিন্তায় ছিলেন সুদের হার কমিয়ে দেওয়া হবে কি না তাই নিয়ে। এবার সেই চিন্তার অবসান ঘটিয়ে সুদের হার ৮.২৫% বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে ইপিএফও।
পূর্বে ২০২৪ এর ফ্রেব্রুয়াই মাসে EPF প্রকল্পে ২০২৩-২৪ অর্থবর্ষের সুদের হার সামান্য বাড়িয়ে ৮.২৫% করা হয়েছিল। যার ফলে জমা রাশির উপর কিছুটা অতিরিক্ত টাকা পাওয়া যাচ্ছিল। এবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মতে EPFO এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিরা আজ অর্থাৎ শুক্রবার বৈঠকে বসেছিলেন। সেখানেই ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য একই সুদের হার বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুদের হার দেখে খুশি কর্মীরা
২০২০-২১ অর্থবর্ষে ইপিএফে সুদের হার ৮.৫% থাকলেও ২০২১-২২ সালে EPF এর সুদের হার কমিয়ে ৮.১% করে দেওয়া হয়েছিল। চার দশকের মধ্যে সবচেয়ে কম সুদ ছিল সেই সময়। এরপর ২০২২-২৩ এ অল্প বাড়িয়ে সুদের হার ৮.১৫% করে দেওয়া হয়। EPFO এর এই সুদের ফলে দেশের প্রায় ৭ কোটিরও বেশি কর্মীদের জীবনে প্রভাব পরে।
আরও পড়ুনঃ ১০,০০০ টাকা বোনাস, ৭ দিনের ছুটি! এই কর্মীদের জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের
প্রসঙ্গত, প্রভিডেন্ট ফান্ড বা PF এর সুদের হার কমবে নাকি বাড়বে এই নিয়ে কর্মীদের মনে একটা চিন্তা থেকেই যাচ্ছিল। তবে অফিসিয়াল ঘোষণা না এলেও যে সংবাদমাধ্যমসূত্রে খবর মিলেছে তাতে কিছুদিনের মধ্যেই ঘোষণা আসতে পারে। সুদের হার কমছে না জানার পর একদিকে যেমন স্বস্তি মিলেছে তেমনি খুশি কোটি কোটি কর্মীরা।