পার্থ সারথি মান্না, কলকাতাঃ যত সময় এগোচ্ছে শীতের প্রভাব যেন ফিকে হচ্ছে। এবছর ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ভালোমত গরমের অনুভূতি টের পাওয়া যাচ্ছিল। অনেকে ধরেই নিয়েছিল যে শীত হয়তো চলেই গিয়েছে, তবে এখনও খানিক হিমেল হাওয়া বজায় ছিল রাজ্যে। যদিও এবার যে সতর্কতা দিল হাওয়া অফিস তাতে কার্যত চিন্তায় বাঙালি! আজ সবেমাত্র ১লা মার্চ আর এখনই পশ্চিমবঙ্গে রেকর্ড পরিমাণ গরম পড়তে চলেছে বলে পূর্বাভাস জারি করল মৌসম ভবন।
মার্চেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা!
হ্যাঁ ঠিকই দেখছেন। গতবছরের মত এবারেও গরমে কার্যত হাজেহাল পরিস্থিতি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। রিপোর্ট বলছে , দক্ষিণ ভারতের একাংশ ও উত্তর ভারতের কিছু জায়গা বাদে মার্চ ও মে মাসেই দেশের বেশিরভাগ রাজ্যের তাপমাত্রা হুহু করে বাড়বে। এমনকি স্বাভাবিকের থেকে বেশিই হবে উষ্ণতা, এই তালিকাতেই থাকছে পশ্চিমবঙ্গের নামও। আবহাওয়াবিদদের মতে, মার্চেই বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি অবধি পৌঁছে যাবে।
মার্চ থেকেই চলবে তাপপ্রবাহ
গতবছর গরমের সময় তাপপ্রবাহের জেরে বিধস্ত অবস্থা হয়েছিল বঙ্গবাসীর। এদিকে আবহাওয়া দফতরের মতে, এবছর মার্চ থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে তাপপ্রবাহ শুরু হবে। এরপর এপ্রিল মাস নাগাদ সেটা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। ফলে এই সময় তাপমাত্রা অসহনীয় মাত্রায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যেই বঙ্গে তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী। আজ ১লা মার্চেই ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি ছুঁয়েছে। আসানসোল থেকে বাঁকুড়া, ডায়মন্ড হারবারেও তাপমাত্রা ৩২.৫ ডিগ্রির আশেপাশে। এমতাবস্থায় তীব্র গরমের জন্য প্রস্তুত থাকতে হবে সকল পশ্চিমবঙ্গবাসীকেই।
আরও পড়ুনঃ সারাবছর সস্তায় পেঁয়াজ পাবে বাংলার মানুষ! চাষিদের সুখবর দিয়ে বিরাট উদ্যোগ রাজ্য সরকারের
কবে নামবে বৃষ্টি?
তীব্র গরমের পূর্বাভাস আসতেই সবার আগে যে প্রশ্ন মাথায় এসেছে সেটা হল কবে নামতে পারে বৃষ্টি? যদিও এর উত্তর এখুনি সঠিকভাবে দেওয়া সম্ভব নয়। তবে আগামী ৭ই মার্চ অবধি দক্ষিণের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।