পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে নতুন বছরের দুমাস শেষ হয়ে মার্চ মাস হাজির। একদিকে যেমন ঠান্ডা গিয়ে গরম পড়তে শুরু করেছে তেমনি অনেকেই দোল খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এল বড় ঘোষণা। ফের আসতে পারে মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা। কবে আর কত শতাংশ বৃদ্ধি হতে পারে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
শীঘ্রই ফের মিলতে পারে DA এর ঘোষণা
যেমনটা জানা যাচ্ছে আসন্ন বুধবার মন্ত্রিসভার একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। তাই আসা করা হচ্ছে এর পরে পরেই হয়তো DA এর ঘোষণা হতে পারে। কারণ গতবছরও ৫ই মার্চ DA বৃদ্ধির ঘোষণা করেছিল। সেই কারণে অনেকেই আশা করে রয়েছেন, হয়তো এবারেও ৫ তারিখ সুখবর মিলতে পারে।
বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। হিসেব মত বছরে দুবার DA বৃদ্ধি হয়, একবার জানুয়ারি মাসে ও দ্বিতীয়বার জুলাই মাসে। ২০২৫ সালের ১লা জানুয়ারি পেরিয়ে গেলেও নতুন করে DA বৃদ্ধির ঘোষণা মেলেনি। তাই আশা করা হচ্ছে মার্চেই সেটা ঘোষণা করা হবে, আর জানুয়ারি মাস থেকেই কার্যকর করা হবে।
কতটা বাড়তে পারে মহার্ঘ ভাতা?
কর্মী তথা পেনশনভোগীদের আশা ৩% থেকে ৪% পর্যন্ত DA বৃদ্ধির ঘোষণা হতে পারে। এর ফলে নূন্যতম বেসিক বেতন ১৮,০০০ অনুযায়ী প্রতিমাসে ৫৪০ টাকা থেকে ৭৫০ টাকা অতিরিক্ত পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা।
প্রসঙ্গত, DA বৃদ্ধির ঘোষণা হলে প্রায় ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন। উদাহরণ স্বরূপ যদি কোনো কর্মচারীর ১৮,০০০ টাকা হয় তাহলে তিনি বর্তমানে ৫৩% হিসাবে ৯৫৪০ টাকা মহার্ঘ ভাতা পান। তবে নতুন ঘোষণা হলে এই টাকার অঙ্কটাই নূন্যতম ১০,০৮০ টাকা বা ১০,২৯০ টাকা হয়ে যাবে।