পার্থ সারথি মান্না, কলকাতাঃ কলকাতা শহরে যারা প্রতিনিয়োগ যাতায়াত করেন তারা জানেন মেট্রো কতটা গুরুত্বপূর্ণ। কম সময়ে সময়ে রাস্তার জ্যাম এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হলে মেট্রো হল সেরা মাধ্যম। কিন্তু এবার নিত্যযাত্রীদের জন্য এল দুঃসংবাদ। কারণ ফের একবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, তাও আবার আড়াই দিনের জন্য। তাই স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের এমনটা আশঙ্কা করা হচ্ছে। কবে বন্ধ থাকবে পরিষেবা? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ফের বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা
সম্প্রতি কলকাতা মেট্রোর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে /সেখানেই জানায় হয়েছে আগামী ৭ ই মার্চ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে ৭টা থেকে সোমবার সকাল ৭টা অবধি বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট লাইনের মেট্রো রুট। তাই এই সময়ের মধ্যে যদি যাতায়াত করার থাকে তাহলে বিকল্প রাস্তা ভেবে কিছুটা অতিরিক্ত সময় নিয়েই আসতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, শুক্রবার এসপ্ল্যানেড থেকে হাওড়ার শেষ মেট্রো ছাড়বে ৭ টায়। আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ অবধি শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যে ৭টা বেজে ৫ মিনিটে।
কেন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা?
যেমনটা জানা যাচ্ছে, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো লাইন কতটা নিরাপদ সেটা দকেহার জন্য একটি মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন আসতে চলেছে। তাঁরা সমস্তটা খুঁটিয়ে দেখবেন ও রিপোর্ট তৈরি করবেন। যেটা আগামী দিনে কমিশন অফ রেলওয়ে সেফটিকে জমা দিতে হবে। CRS এর তরফ থেকে ছাড়পত্র না পেলে ইস্ট-ওয়েস্ট গোটা মেট্রো লাইনে পরিষেবা শুরু করা যাবে না।
এদিকে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড লাইনের মেট্রো জুড়তে বৌবাজার অংশটিকেও তৈরি করে ফেলে হয়েছে। ২.৬ কিমি এই লাইনের পর্যবেক্ষণের জন্যি বিদেশ থেকে টিম আসছে ও তাঁরা সবটা খুঁটিয়ে দেখেই রিপোর্ট সাবমিট করবেন।
আরও পড়ুনঃ ঘুষ নিয়ে কাজ, কর্মীদের ফাঁকিবাজি সব ঘুচবে এবার! মোক্ষম এজেন্সি আনছে নবান্ন
কবে পুরোদমে চালু হচ্ছে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো?
বর্তমানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪. ৮ কিমি ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ৯.২ কিমি এই দুটি টুকরোতে চলে মেট্রো পরিষেবা। তবে সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা শেষে ছাড়পত্র পেলেই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে চালু করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।