পার্থ সারথি মান্না, কলকাতাঃ সাধারণ মধ্যবিত্তের প্রতিদিনের যাতায়াতের জন্য লোকাল ট্রেন একমাত্র ভরসা। কর্মস্থলে পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ মানুষ ট্রেনই ব্যবহার করেন। তবে কোনো কারণ যদি ট্রেন ক্যানসেল হয় তাহলেই সমস্যা। আর এবার এক দিন দু-দিন নয় একটানা ১৯ দিনের জন্য লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে জানালো রেল কর্তৃপক্ষ। কোন ডিভিশনে কবে থেকে কবে বাতিল ট্রেন? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
১৯ দিন ধরে বাতিল থাকবে লোকাল ট্রেন
যেমনটা জানা যাচ্ছে হাওড়া-খড়্গপুর লাইনে এপ্রিল মাসের শেষর দিকে একটি মেগা ব্লক নেওয়ার প্ল্যান ছিল রেল কর্তৃপক্ষের। সেই অনুযায়ী আগামী ৩০শে এপ্রিল থেকেই ১৯ দিন ধরে মোট ২১২ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এমনকি ৬৪টি এক্সপ্রেস ট্রেনও থাকছে এই তালিকায়। স্বাভাবিকভাবেই এই ব্লকের ফলে ব্যাপক যাত্রী ভোগান্তি হবে বলে মনে করা হচ্ছে।
হাওড়া-খড়্গপুর লাইনে মেগা ব্লক
রেলের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়া টু খড়গপুর লাইনের সাঁতরাগাছিতে ইয়ার্ড রিমডেলিংয়ের কাজের জন্য প্রি-এনআইয়ের কাজ থেকে শুরু করে একাধিক আপগ্রেডেশনের কাজ করতে হবে। এর জেরেই দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে মেগা ব্লক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চ মাসেই হয়তো এটা করা হত, কিন্তু রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার জেরে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তাই কাজ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।
একে গরম পড়তে শুরু করেছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাবলিক ট্রান্সপোর্ট লোকাল ট্রেন বন্ধ থাকবে। তাই যাত্রী ভোগান্তি যে চরমে পৌঁছাতে পারে সেই আশঙ্কা রয়েই যাচ্ছে। এই প্রসঙ্গে খড়গপুরের সিনিয়ার ডিসিএম জানান, জিএম পর্যায়ে ব্লকের সিদ্ধান্ত জানানো হয়েছে, ঘোষণা এলে তবেই বাকি সবটা জানা যাবে।
আরও পড়ুনঃ বেঁধে দেওয়া হল টাকা তোলার লিমিট! বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের
কোন কোন ট্রেন বাতিল হচ্ছে?
সূত্রমতে, যে ১৯ দিন কাজ চলবে তাতে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করা হবে। ২রা মে থেকে ১৮ই মে পর্যন্ত আপ ও ডাউনে ৬৪টি এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। ১৭ই মে কম দূরত্বের ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন চালানো হবে। এছাড়া ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন বা অনিয়মিত হবে বলে মনে করা হচ্ছে।