পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। জন্মের পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পে, স্কুলে ভর্তি হওয়ার সময়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে নতুন সিমকার্ড তোলা সমস্ত ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু জানেন কি আধার কার্ডের বৈধতাও শেষ হয়ে যায়। আপনার কার্ডের ভ্যালিডিটি কতদিন? জানতে হলে আজকের প্রতিবেদনটি একেবারে শেষ অবধি পড়ুন।
কত দিন থাকে আধার কার্ডের ভ্যালিডিটি?
বাচ্চা থেকে বুড়ো সকলেরই আধার কার্ড থাকা অত্যাবশ্যক হয়ে গিয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আধার কার্ডেরও বৈঠকে হয়। এক্ষেত্রে আধার আপডেট করলেই আর কোনো সমস্যা থাকে না। আর যদি সেটা না করা হয় তাহলে আধার বাতিল হয়ে যেতে পারে! কিন্তু কাদের এমনটা করতে হবে? চলুন জেনে নেওয়া যাক।
আজকাল জন্মের পরেই বাচ্চাদের আধার কার্ড করিয়ে নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে হাতের ছাপ বা চোখের আইরিস স্ক্যান করা হয় না। তাই পরবর্তীতে বয়স একটু বাড়লে বা ৫ বছর বয়স হলে একবার আধারের বায়োমেট্রিক আপডেট করতে হয়। এরপর ১৫ বছর বয়স হলে পুনরায় একইভাবে আঙুলের ছাপ, ছবি ও চোখের আইরিস স্ক্যান করে আপডেট করে নিতে হয়।
আধার আপডেট না করলে কি হতে পারে?
আধার প্রস্তুতকারী সংস্থা UIDAI এর মতে, আপনি যদি ১০ বছর আধারে কোনো আপডেট না করেন তাহলেও সেটা বৈধ থাকবে। তবে পরিচয়পত্র হিসাবে এটি ব্যবহার হওয়ার ফলে অন্তত ছবি আপডেট করার জন্য আধার আপডেট করতেই হয়। না করা হয় পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে
আরও পড়ুনঃ এই কর্মীদের বেতন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার
বিনামূল্যে আধার আপডেট
যদিও আধারের ভুল শোধরানোর জন্য নূন্যতম একটা চার্জ দিতে হয়। তবে যদি ৫ থেকে ১৫ বছরের বাচ্চাদের আধারের বায়োমেট্রিক আপডেট হয় তাহলে কোনো চার্জ নেওয়া হয় না। এর জন্য নিকটবর্তী আধার সংশোধন কেন্দ্রে গিয়ে স্লট বুক করলেই হয়ে যায়। তাই আপনার বাড়িতেও যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের আধার আপডেট করে নিতেই পারেন।