Jio Rs 299 Plan with Free JioHotstar for 90 Days
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

৯০ দিনের জন্য খরচ মাত্র ২৯৯! IPL শুরুর আগেই গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার আনল Jio

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে বহুপ্রতীক্ষিত আইপিএল। প্রতিবছর বছরে এই সময়টাই উত্তেজনার পারদ তুঙ্গে থাকে ক্রিকেটপ্রেমীদের জন্য। এবছর ২২শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল যেটা চলবে ২৫শে মে পর্যন্ত। আর এবার খেলা শুরুর আগেই ধামাকা অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও (Jio)।

IPL শুরুর আগেই ধামাকা প্ল্যান নিয়ে হাজির জিও হটস্টার | JioHotstar Special Recharge for IPL

বর্তমানে শুধু টিভিতে নয়, বরং যাতায়াতের পথে ৬ ইঞ্চির স্ক্রিনে খেলা দেখতে বেশি অভ্যস্ত হয়ে পড়েছে মানুষ। আর খেলা দেখার সময় একটু বেশি ডেটার প্রয়োজন হবে। তাই আইপিএল শুরুর আগেই দুর্দান্ত অফার নিয়ে হাজি জিও। কি অফার? আর কি কি সুবিধা পাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

মাত্র ২৯৯ টাকায় ব্যাপক সুবিধা দিচ্ছে Jio

আপনি যদি ২৯৯ টাকা দিয়ে রিচার্জ করেন তাহলেই ৯০ দিনের জন্য জিও হটস্টারের সাবস্ক্রিপশনএকেবারে ফ্রিতে পেয়ে যাবেন। অবশ্য এখানেই শেষ নয়। সাথে মাইল ৫০ দিনের জন্য Jio Fiber বা Jio AirFiber এর ফ্রি ট্রায়ালের সুযোগ। এর দ্বারা বাড়িতে 4K TV থাকলে সেটাতে কোনো এক্সট্রা টাকা না খরচ করেই দেখতে পারবেন আইপিএল।

ফ্রীতেই মিলবে 4K JioHotstar এর সাবস্ক্রিপশন

হ্যাঁ একেবারে ঠিকই দেখছেন, মাত্র ২৯৯ টাকা দিয়ে মোবাইল রিচার্জ করলে মোবাইলে তো বটেই বাড়িতে স্মার্ট টিভি থাকলে সেখানেও 4K কোয়ালিটিতে ম্যাচ দেখা যাবে। আর যেহেতু ৯০ দিনের জন্য ফ্রি থাকবে তাই আলাদা এবছরের শুরু থেকে শেষ সমস্ত খেলাগুলোই দেখা যাবে। তবে শুধুই নয় আইপিএল, এর সাথে আরও অনেক সুবিধা পাওয়া যাবে।

আসলে জিওহটস্টারের সাবস্ক্রিপশনের পাশাপাশি জিও ফাইবার নিলে তাতে ৮০০ এরও বেশি টিভি চ্যানেল এর পাশাপাশি ১১টিরও বেশি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও মিলবে। যা দিয়ে পছন্দের যে কোনো কন্টেন্ট যেমন সিনেমা, ওয়েব সিরিজ দেখতে পারবেন।

আরও পড়ুনঃ ৪ দিন বন্ধ থাকবে দিঘার রাস্তা, বিকল্প রুট জানাল প্রশাসন

জিও ২৯৯ প্ল্যানের সুবিধা

উপরে যে সমস্ত সুবিধা গুলি সম্পর্কে বলা হয়েছে সেগুলি সবটাই পাবেনা। এছারাও সাধারণ রিচার্জে যেমন আনলিমিটেড ফ্রি কলিং ও হাইস্পীড ডেটা পাওয়া যায় সেটাও পাওয়া যাবে। এক্ষেত্রে ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে প্রতিদিন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].