New Coachs will be added in Kanchankanya Express
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

গরমে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান অথচ টিকিট নেই? যাত্রীদের উদ্দেশ্যে সুখব দিল ভারতীয় রেল

পার্থ সারথি মান্না, কলকাতাঃ এবছর দোলের আগে থেকেই তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। কোথাও ৩৫ তো কোথাও আবার ৪০ ডিগ্রি পেরিয়েছে উষ্ণতার পারদ। আর গরম পড়ছে মানেই পাহাড়ের প্রতি টান বাড়বে বাঙালি পর্যটকদের। অনেকেই আগে থেকেই প্ল্যান করে রাখেন পাহাড়ে ঘুরতে যাওয়া কিন্তু যারা শেষ মুহূর্তে ঠিক করেন তাদের ট্রেনের টিকিট পাওয়া বেশ মুশকিল হয়ে পড়ে। তবে এবার আর চিন্তা নেই, যাত্রীদের কথা ভেবে আগে ভাগেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)।

বাড়ছে উত্তরবঙ্গগামী ট্রেনের সিটের সংখ্যা

গরম থেকে বাঁচতে প্রচুর সংখ্যায় পর্যটকেরা উত্তরবঙ্গে যাত্রা করেন। এক্ষেত্রে ট্রেন থাকলেও পরিমাণ সিট হয়ে ওঠে না। তাই আরও বেশি যাত্রীরা যাতে কনফার্ম টিকিটে নিশ্চিন্তে যাত্রা করতে পারেন তাই রেলের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ই মার্চ থেকে মোট আসন সংখ্যা বাড়ানো হচ্ছে উত্তরবঙ্গগামী ট্রেনে। কোন ট্রেনে? চলুন জেনে নেওয়া যাক।

উত্তরবঙ্গগামী যাত্রীদের সুখবর দিল রেল

যেমনটা জানা যাচ্চে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২০ ই মার্চ থেকেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সিট সংখ্যা বাড়ানো হচ্ছে। ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস আগের মতই শিয়ালদহ থেকে যাত্রা করবে, তবে এই দিন থেকে একটি এসি টু টায়ার ও একটি এসি থ্রি টায়ার বগি অতিরিক্ত জুড়ে যাবে। অর্থাৎ ১৯ বগি নয়, এবার থেকে ২১ বগি নিয়েই যাত্রা করবে ট্রেনটি।

কোচের সংখ্যা বাড়ছে মানেই, স্বাভাবিকভাবে সিটের সংখ্যাও বেশ কিছুটা বেড়ে গেল। জানা যাচ্ছে, জলপাইগুড়ির এমপি জয়ন্ত রায় নিজে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কোচের সংখ্যা বাড়ানোর জন্য দাবি করেছিলেন।

আরও পড়ুনঃ ৯০ দিনের জন্য খরচ মাত্র ২৯৯! IPL শুরুর আগেই গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার আনল Jio

জয়ন্ত বাবুর মতে, উত্তরবঙ্গ যাওয়ার জন্য এই ট্রেনটির ব্যাপক জনপ্রিয়তা থাকলেও টিকিট মেলে না। যার ফলে অনেকেই জেনারেল কোচে যেতে বাধ্য হন। এই চিঠি পাওয়া পর ১০ই মার্চ পূর্ব রেলের তরফ থেকে জবাব এসেছিল যে যাত্রীদের কথা মাথায় রেখে কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে। এবার তেমনটাই হতে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].