পার্থ সারথি মান্না, কলকাতাঃ সম্প্রতি হুগলি জেলার বেগমপুর স্টেশনে ঘটে যাওয়ার একটি ঘটনার জেরে প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা থেকে নারী সুরক্ষা। প্রকাশ্য দিনের আলোয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চরম অশ্লীল আচরণ এক যুবকের। গোটা ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই ক্ষুদ্ধ নেটিজেনরা, প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা (Passenger Safety) নিয়েও। তবে এখনও ধরা পারেননি ভিডিওতে থাকা ওই যুবক।
বেগমপুর স্টেশনে প্রকাশ্য দিবালোকে অশ্লীল আচরণ
যেমনটা জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে শনিবারে। এদিন বেগমপুর স্টেশনের প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে অন্যদিকের প্ল্যাটফর্মে থাকা মহিলাদের দেখে ‘হস্তমৈথুন’ শুরু করেছেন। ভিডিওতে দেখলেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই গোটা বিষয়টা ক্যামেরাবন্দি করেন স্টেশনে থাকা আরেক যাত্রী।
আরপিএফের প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) ভিডিওই শহরে করে রেল কর্তৃপক্ষকে দায়িত্ব নেওয়ার জন্য জানানো হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর রেলের তরফ থেকে প্রতিক্রিয়া মেলে। দ্রুত পদক্ষেপ নিয়ে তদন্ত শুরু করা হলেও রবিবার অবধি কাউকে গ্রেফতার করা হয়নি। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী নিরাপত্তা ও নারী সুরক্ষা নিয়ে।
গতকাল অর্থাৎ রবিবার আরপিএফের আধিকারিক জানান, তদন্ত শুরু হয়েছে। তবে এপর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, একজন ভবঘুরে যুবক এই অশ্লীল আচরণ করেছেন। ঘটনার পরেই সেখান থেকে রীতিমত উদাও হয়ে যান তিনি। জিআরপির তরফ থেকেও একই দাবি করা হয়। এমনকি ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ গরমে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান অথচ টিকিট নেই? যাত্রীদের উদ্দেশ্যে সুখব দিল ভারতীয় রেল
প্রসঙ্গত, কিছুদিন আগেও এমনই একটি ঘটনা ঘটতে দেখা গিয়েছিল এক বেসরকারি বাসে। এমনকি ট্রেনেও এক ব্যক্তি পাশে থাকা মহিলার আপত্তিকর ভিডিও করতে গিয়ে ধরা পড়েন সেই ভিডিওটিও ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছিল।