Awas Yojana benificiaries have not started building house even after getting Rs 60000
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

‘অ্যাকাউন্টে ৬০ হাজার ঢুকতেই…’, আবাস যোজনা পরিদর্শনে বেরিয়ে বড় পদক্ষেপ নিল প্রশাসন

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাংলার আবাস যোজনা নিয়ে তরজা যেন শেষ আর হয় না। বহুবার বাধাপ্রাপ্ত হওয়ার পর শেষমেশ গত বছর ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়। কেন্দ্র টাকা পাঠাচ্ছে না অভিযোগ করার পর রাজ্য সরকারি নিজের তরফ থেকেই এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই লিস্টে নাম থাকা ব্যক্তিরা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েও গিয়েছেন। কিন্তু মুশকিল হল বাড়ি তৈরির কাজ শুরু হয়নি। পরির্দশনে গিয়ে এমনটাই দেখছেন প্রশাসনিক আধিকারিকেরা।

৬০,০০০ ঢুকলেও তৈরি হয়নি বাড়ি তৈরির কাজ

আসলে আবাস যোজনায় ধাপে ধাপে টাকা প্রদান করা হয়। তার আগে কাজ কতটা এগিয়েছে সেটার পরিদর্শনও করা হয়। সেটা করতে গিয়েই দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে টাকা ঢুকে গেলেও বাড়ি তৈরির কাজ শুরুই হয়নি।

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায় আধিকারিকেরা গিয়েছিল পরিদর্শনের জন্য। সেখানে অজবনগর ১ অঞ্চলের আনন্দপুর ও মোহনপুর এর ধরমপুর ও রানীর বাজার এলাকায় বাড়ির কাজের তদারকি করতে হাজির হন পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রশাসনিক আধিকারিকেরা।

দ্রুত বাড়ি তৈরির নির্দেশ দিলেন আধিকারিকেরা

পরিদর্শনে দেখা যায় মোট ৫৩৬৪ জনের নামে টাকা ঢুকেছে। কিন্তু এখনও বাড়ির কাজ শুরুই করেননি ৬৪০ জন উপভোক্তা। কেন এখন কাজ শুরু হয়নি এই প্রশ্নের চাওয়ার পাশাপাশি দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে ওই উপভোক্তাদের এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ১০ গুণ বাড়ল ফাইন, সাথে খাটতে হবে জেল! ট্রাফিক আইনে বড় বদল, দেখুন জরিমানার তালিকা

প্রসঙ্গত, গতবছর ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনা প্রকল্পের দরুন মোট ১১ লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য শেষ মুহূর্তেও নতুন করে ভেরিফিকেশন চালানো হয়েছিল। তারপর প্রথম কিস্তির ৬০,০০০ টাকা প্রদান করা হয়েছে। এই টাকায় বাড়ি তৈররি কাজ কিছুটা এগোনোর পর সেটা আধিকারিকেরা পরিদর্শন করেন। তারপর বাকি কিস্তির টাকা ঢোকে। কিন্তু এবার বাড়ি তৈরি শুরুই না হওয়ায় ফের দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে!

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].