পার্থ সারথি মান্না, কলকাতাঃ ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা (OBC Certificate Case) বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। গতকালই রাজ্যকে অতিরিক্ত তিন মাসের সময় দেওয়া হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে। এরই মাঝে বড়সড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি জানালেন তিনি? সবটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।
ওবিসি সার্টিফিকেট মামলার মাঝেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন বিধানসভায় ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা নিষ্পত্তি হলেই বিপুল পরিমাণে সরকারি নিয়োগ শুরু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আজ অর্থাৎ বুধবার বিধানসভা থেকে প্রায় ২ থেকে ৩ লক্ষ কর্মসংস্থান তৈরি করার কথা বললেন মমতা।
মুখ্যমন্ত্রীর মতে, সুপ্রিম কোর্ট সার্টিফিকেট মামলায় গতকালই একটি পর্যবেক্ষণ দিয়েছে। খারাপ কিছু বলেনি, তবে এই সমস্যা মিটে গেলেই শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে পুলিশ এই সমস্ত ক্ষেত্রে প্রায় দুই থেকে তিন লক্ষ লোক নেওয়া হবে। একই সাথে বিভিন্ন মামলার মাধ্যমে বিরোধীরা নিয়োগ আটকাতে চাইছেন বলেও অভিযোগ করেন মমতা।
OBC মামলায় রাজ্যকে ৩ মাস সময় দিল সুপ্রিম কোর্ট
গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে তিন মাসের সময় চাওয়া হয়। এই সময় নতুন করে সমীক্ষা করা হবে বলে জানানো হয়। তারপরেই বিচারপতি বি আর গবই, তিন মাসের সময় মঞ্জুর করেন। তবে সমীক্ষা করলেও আগামী দিনে এই মামলার ভবিষ্যৎ রাজ্যের নেওয়া পদক্ষেপের ভিত্তিতে নির্ধারিত হবে বলে জানান বিচারপতি।
আরও পড়ুনঃ আর কিছুক্ষণ পড়েই আসবে কালবৈশাখী ঝড়! ভাসবে দক্ষিণের ৭ জেলা, আজকের আবহাওয়া
প্রসঙ্গত গত বছরের ২২শে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থারের ডিভিশন বেঞ্চের তরফ থেকে ২০১০ সালের পরে তৈরি হওয়ার সমস্ত বিশেষ সার্টিফিকেট বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে রাতারাতি বাতিল হয়ে যায় ১২ লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট। তারপরেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। এবার এই মামলার শুনানিতে কি উঠে আসে সেটাই দেখার অপেক্ষায় ওবিসি সার্টিফিকেট হোল্ডার থেকে শুরু করে সাধারণ মানুষেরা।