বড় ঘোষণা সরকারের, ১লা এপ্রিল থেকেই রেশনে মিলবে ভালো চাল, কার্ড পিছু কত কেজি?

Partha Sarathi Manna

Published on:

Good Quality Rice will be Given in Ration Shops

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের মানুষদের খাদ্য সুরক্ষা প্রদানের জন্য রেশন সামগ্রী প্রদান করা হয়। চাল, গম থেকে শুরু করে চিনি, কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য পেয়ে থাকেন সকলেই। তবে এক্ষেত্রে উপভোক্তাদের তরফ থেকেই একটা অভিযোগ বারবার উঠে আসে, সেটা হল চাল দেওয়া হলেও তার গুণমান ভালো হয় না। তবে এবার এল বড় ঘোষণা, হ্যাঁ ঠিকই ধরেছেন এখন থেকে ভালো মানের চালই দেওয়া হবে রেশনে। স্বাভাবিকভাবেই এই খবর খুশি রাজ্যবাসী।

রেশনেই মিলবে ভালো মানের চাল

সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ১লা এপ্রিল থেকেই রেশনে ভালো মানের চাল পাওয়া যাবে। তবে এই ঘোষণা এসেছে তেলেঙ্গানার মানুষদের জন্য। প্রত্যেক সাদা রেশনকার্ড হোল্ডারকে ৬ কেজি চাল দেওয়া হবে। এর জন্য ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ৮ লক্ষ টন চাল গুদামে মজুত করে রাখা হয়েছে তাই আগামী জুলাই মাস পর্যন্ত নিশ্চিন্তে রেশন দেওয়া যাবে সকলকে এমনটাই মনে করা হচ্ছে। আসলে তেলঙ্গানা সরকার রেশন কার্ড হোল্ডারদের একেবারে বিনামূল্যে চাল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। উগাদির দিনেই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

যেমনটা জানা যাচ্ছে রেশনে যে বাদামি চাল দেওয়া হবে সেগুলো কোন সাধারণ চাল একেবারেই নয়। এই চালের মধ্যে খনিজ পদার্থ থেকে ভিটামিন থাকবে ভরপুর মাত্রায়। তাছাড়া ফোলিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, আয়রন, ফাইবার থেকে শুরু করে ভিটামিন বি এর মত উপাদান থাকবে। এই চাল খেলে একদিকে যেমন খিদে মিটবে তেমনি দেহে পুষ্টিগুণে সমৃদ্ধ চাল যাওয়ার ফলে দৈনিক চাহিদাও সম্পন্ন হবে।

কত খরচ হচ্ছে সরকারের?

এবছর বর্ষা মরশুম থেকেই ভালো শস্যের উপর কুইন্টাল প্রতি ৫০০ টাকা অতিরিক্ত দেওয়ার ঘোষণা করা হয়েছে। সিভিল সাপ্লাই অর্গানাইজেশন অনুযায়ী রাইস মিলগুলিতে ধান পেশাই করে ৮ লক্ষ টন ভালো চাল পাওয়া গিয়েছে, যা বিভিন্ন জেলার গুদামগুলিতে মজুত রাখা হয়েছে। আগামী চারমাস গুদাম থেকে ৯১ লক্ষ ১৯ হাজারেরও বেশি রেশন ডিলারদের কাছে এই চাল পৌঁছে দেওয়া  হবে যার ফলে তে ; এঙ্গানার ২ কোটি ৮২ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন।

আরও পড়ুনঃ DA মামলায় নয়া আপডেট! বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট

QR কোড বসছে রেশন কার্ডেও

তেলেঙ্গানা সরকারের তরফ থেকে সিভিল সাপ্লাই বিভাগে স্মার্ট কার্ডের মত নতুন রেশন কার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই কার্ড চালু করা হবে। যেখানে QR কোড লাগানো থাকবে। কিরকম দেখতে হবে কার্ডটি সেই নিয়ে  আলোচনা চলছে। ডিজাইন ফাইনাল হলেই কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে।