বাংলায় IPL-র উদ্বোধনীতে হল না বাংলা গান, শ্রেয়া ঘোষালকে প্রসঙ্গে কি বললেন চিরঞ্জিত?

Partha Sarathi Manna

Published on:

Chiranjeet Chakraborty on Shreya Ghoshal not singing bengali song in IPL inaugaration

পার্থ সারথি মান্না, কলকাতাঃ গত ২২শে মার্চ কলকাতার ইডেন গার্ডেনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয়েছে। সেখানে সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল তার পারফরমেন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। কিন্তু সবের মাঝেও কিছুটা মন খারাপ থেকেই গিয়েছে। কেন? কারণ হল প্রায় ১০ মিনিটেরও বেশি একাধিক গান গাইলেও বাংলার মাটিতে দাঁড়িয়ে এক লাইনও বাঙালি গান গাইলেন না শ্রেয়া।

IPL এর উদ্বোধনী অনুষ্ঠানে গানের জেরে সমালোচনায় শ্রেয়া

এদিন উব্দোধনী অনুষ্ঠানে শাহরুখ খান, দিশা পাটানি সহ একাধিক বলিউড সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। তাছাড়া আরসিবির খেলা হওয়ার জেরে বিরাট কোহলিও হাজির ছিলেন। এদিন মোট ১২ মিনিটের পারফর্মেন্স রং দে বসন্তী, আমি যে তোমার, ঘুমার, মা তুঝে সালাম, এমনকি তেলেগু গান সামিও গেয়েছেন শ্রেয়া। কিন্তু বাংলা গান করেননি। এর জেরেই শুরু সমালোচনা।

শ্রেয়া ঘোষ প্রসঙ্গে মুখ খুললেন চিরঞ্জিত

শ্রেয়া ঘোষাল কেন এক লাইনও বাংলা গাইলেন না সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই অজস্র লেখা লিখি হয়ে গিয়েছে। তবে এবার এই তালিকায় জুড়ল অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর নাম। কি বললেন তিনি? চলুন দেখে নেওয়া যাক।

আইপিএলে গায়িকার পারফরমেন্স সম্পর্কে চিরঞ্জিত বলেন, শ্রেয়া বাঙালি। কলকাতাতেই যখন IPL এর উদ্বোধন, সেখানে সব গানের মাঝে দু লাইন বাংলা গান গাইতেই পারতেন। বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান তাহলে চলবে কি করে।

কি বলছেন শ্রেয়া ঘোষাল?

নেটপাড়ায় চলতে থাকা সমালোচনা নিয়ে আলাদা করে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও IPL এর উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার অনুভূতি শেয়ার করেছেন শ্রেয়া ঘোষাল। তাঁর মতে, আমি অনেক পারফর্মেন্স করেছি ,  অনেক বড় বড় ভেন্যুতে গান গেয়েছি। কিন্তু এটার আবেগ আলাদাই, এটা ইডেন গার্ডেন্স, এটা কলকাতা, এটা ভারত।

সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া

শ্রেয়া ঘোষালের বাংলা গান না গোবর জেরে এক ব্যক্তি লেখেন, আমি ভেবেছিলাম শ্রেয়া ম্যাডাম একটা হলেও বাংলা গান গাইবেন। অবাঙালিরা বাংলার মানুষের মন পেতে ‘কেমন আছো বলছে’ এদিকে বাঙালিরাই বাংলা ভুলে যাচ্ছে! আরও একজনের মতে, খুবই চন্ন ছাড়া অনুষ্ঠান হল, ঠিক জমাতে পারলেন না শাহরুখ খান। আর শ্রেয়া ম্যাম অন্তত একটি বাংলা গান গাইতেই পারতেন।

সঙ্গে থাকুন ➥