পার্থ সারথি মান্না, কলকাতাঃ সরকারি কর্মীদের মূল বেতনের পাশাপাশি বাড়তে থাকা মূল্যবৃদ্ধির সাথে মোকাবিলা করার জন্য দেওয়া হয় মহার্ঘ ভাতা বা DA। কেন্দ্র সময়ে সময়ে ডিএ বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গ সরকার ডিএ বৃদ্ধির কোনো ঘোষণাই করেনি। উল্টে বকেয়া নিয়ে সুপ্রিম কোর্টে উঠেছে মামলা। যদিও আর পাঁচটা রাজ্য থেকে ইতিমধ্যেই বেশ ফের DA বাড়ানোর গুঞ্জন আসতে শুরু করেছে।
আসতে পারে DA বৃদ্ধির ঘোষণা
সম্প্রতি জানা যাচ্ছে, রাজ্য সরকারের কর্মীদের স্বস্তি দিয়ে আসতে পারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। যদিও সেটা বাংলায় নয়, বরং ত্রিপুরাতে। যার ফলে খুশি ত্রিপুরার রাজ্য সরকারি কর্মীবৃন্দ। কবে বাড়বে ভাতা? এই প্রশ্ন রয়েছে সকলের মনেই। সংবাদ মাধ্যম ত্রিপুরা ইনফোর তরফ থেকে ইতিমধ্যেই সম্ভাব্য সময়ও জানিয়ে দেওয়া হয়েছে।
কতটা বাড়বে মহার্ঘ ভাতা?
আশা করা হচ্ছে আগামী অক্টোবর মাসেই মিলতে পারে ডিএ বৃদ্ধির ঘোষণা। তদফতর সূত্রে পাওয়া তথ্য থেকে একটি প্রতিবেদনে জানায় হয়েছে, একধাক্কায় ৭% বাড়ানো হতে পারে মহার্ঘ্য ভাতা। এর ফলে একদিকে যেমন কেন্দ্রের সাথে রাজ্যের DA এর ব্যবধান কৱে তেমনি কর্মীদের পকেটে মাসের শেষে কিছু অতিরিক্ত টাকাও ঢুকবে।
অবশ্য, ২০২৫ সালের বাজেটে রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীদের জন্য তিন শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। যেটা আগামী ১লা এপ্রিল থেকে কার্যকর হবে। অর্থাৎ কেন্দ্রের কর্মীরা যেখানে ৫৩% হারে DA পান সেখানে ত্রিপুরার রাজ্য সরকারের কর্মীরা পাবেন ৩৩% হারে।
রাজ্যের কাঁধে ২১,০০০ কোটির বোঝা!
আসলে ত্রিপুরা সরকারের মাথায় প্রায় ২১,০০০ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। যার জেরে আর্থিক অবস্থা শোচনীয় হচ্ছে, সেই কারণেই কেন্দ্রের সমান মহার্ঘ ভাতা এখুনি চালু করা যাচ্ছে না বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ বিষ্ণুপুর থেকে জয়রামবাটি ট্রেন চলাচল সময়ের অপেক্ষা মাত্র, সুখবর শোনাল রেল
তবে, ত্রিপুরা ইনফোর প্রতিবেদন, অনুযায়ী অর্থ দফতর জানাচ্ছে, ষোড়শ অর্থ কমিশনের থেকে টাকা পাওয়া গেলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। সেক্ষেত্রে রাজ্য সরকারের কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা হতে পারে। তবে আপাতত অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে।