বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর, জারি হল DA বৃদ্ধির বিজ্ঞপ্তি, মিলবে ১ লা এপ্রিল থেকেই

Partha Sarathi Manna

Published on:

Government Of West Bengal announce DA hike Notice issued by Nabanna

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বছরের পর বছর ধরে কেন্দ্র সরকারের সমান হারে মহার্ঘ ভাতা পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও কর্মী সগঠনগুলি। এমতাবস্থায় আজ মঙ্গলবার দারুণ খুশির খবর মিলল সকলের জন্য। নবান্ন থেকে প্রকাশ পেল DA বাড়ানোর বিজ্ঞপ্তি। কতটা বাড়ছে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

অবশেষে DA বাড়ছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের

সম্প্রতি নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর জানানো হয়েছে। এবার থেকে ১৪% নয় ১৮% হারে DA পাবেন রাজ্য সরকারের কর্মী তথা পেনশনভোগীরা ও ফ্যামিলি পেনশনভোগীরাও। আগামী ১লা এপ্রিল থেকেই নতুন হার কার্যকর হবে। ফলে সামনের মাস থেকেই পকেটে বেশ কিছু টাকা অতিরিক্ত পাবেন কর্মীরা।

কেন্দ্র সরকারের কর্মীরা যেখানে ৫৩% হারে মহার্ঘ ভাতা পান সেখানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারের কর্মীরা পেতেন ১৪% অর্থাৎ প্রায় ৩৯% এর তফাৎ ছিল। তবে এবার ৪% বাড়ানোর পর এই তফাৎ কিছুটা কমে ৩৫% এ এসে দাঁড়িয়েছে। যদিও সমান হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চলছে ও জারি থাকবে বলেই মনে করা হচ্ছে।

DA বাড়ছে পঞ্চম বেতন কমিশনের কর্মীদেরও

বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় বেতন পান বেশিরভাগ রাজ্য সরকারের কর্মীরা। তবে কিছু কর্মীরা পঞ্চম বেতন কমিশনের আওতাতেও বেতন পান, তাদের ক্ষেত্রেও বাড়ানো হল মহার্ঘ ভাতা। আগে যেখানে ১৬১% হারে DA পাওয়া যেত সেখানে আগামী ১লা এপ্রিল থেকে ১৭১% হারে DA মিলবে।

আরও পড়ুনঃ বিষ্ণুপুর থেকে জয়রামবাটি ট্রেন চলাচল সময়ের অপেক্ষা মাত্র, সুখবর শোনাল রেল

বাড়ছে সরকারি কর্মীদের দৈনিক মজুরিও

শুধুই যে মহার্ঘ ভাতা বাড়ছে তা নয়, একইসাথে আরও একটি ঘোষণা করা হয়েছে। যে সমস্ত কর্মীরা দৈনিক মজুরি ভিত্তিতে নিযুক্ত রয়েছেন তাদের মজুরিও ২২ টাকা হিসাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটিও আগামী ১লা এপ্রিল থেকেই কার্যকর হবে।