নিজস্ব ব্যবসা শুরুর সুবর্ণ সুযোগ দিচ্ছে রেল, মাসে যায় হবে ২৫,০০০! দেখুন আবেদন পদ্ধতি

Partha Sarathi Manna

Published on:

Start IRCTC Agent Business to earn upto rs 25000 every month

পার্থ সারথি মান্না, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই একটা ভালো কাজের সন্ধান পাওয়া আরও কঠিন হয়ে যাচ্ছে। এমতাবস্থায় অনেকেই চাকরির বদলে ব্যবসা শুরু করতে চাইছেন। কিন্তু কি করলে ভালো উপার্জন হবে সেটা ঠিক করে উঠতে পারেন না বেশিরভাগই। চিন্তা নেই, এবার আপনার জন্য ব্যবসার এক দারুণ সুযোগ নিয়ে হাজির আইআর সিটিসি। কিভাবে শুরু করবেন ব্যবসা আর কত টাকা আয় হবে? বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

ব্যবসার সুযোগ দিচ্ছে আইআরসিটিসি

রেলের চাকরি না করলেও ভারতীয় রেলের টিকিট বুকিং পার্টনার IRCTC এর সাথে যুক্ত হয়ে আপনি মোটা টাকা উপার্জন করতে পারেন। এর জন্য আপনাকে আইআরসিটিসি এজেন্ট হয়ে যেতে হবে। এর জন্য গত এভার্টের যে কেউ আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে ও কি কি লাগবে তার তথ্য নিচে দেওয়া হল।

IRCTC এজেন্ট হয়ে করুন মোটা আয়

আপনি যদি একবার আইআরসিটিসি এজেন্ট হয়ে যান তাহলে টিকিট কাটা থেকে শুরু করে ট্যুর বুকিং ও হোটেল বুকিং সবটাই করতে পারবেন। আর প্রতিটা টিকিট ও ট্যুর বা হোটেল বুকিংয়ের জন্য রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কমিশন দেওয়া হবে। এক্ষেত্রে আপনি প্রতিমাসে সহজেই ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা উপার্জন করতে পারবেন।

আইআরসিটিসি এজেন্ট হওয়ার পদ্ধতি

আপনি যদি IRCTC এর সাথে যুক্ত হয়ে প্রতিমাসে মোটা আয় করতে চান তাহলে প্রথমেই ১০০ টাকার স্ট্যাম্প পেপারে কোম্পানির সাথে একটি চুক্তি করতে হবে। এছাড়া IRCTC এর নামে একটি ২০,০০০ টাকার ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে। যেটা রেজিস্ট্রেশন ফর্মের সাথে জুড়ে দিতে হবে।

আরও পড়ুনঃ বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর, জারি হল DA বৃদ্ধির বিজ্ঞপ্তি, মিলবে ১ লা এপ্রিল থেকেই

এখানেই শেষ নয়, এজেন্ট হিসাবে কাজ করার জন্য আপনাকে সংশ্লিষ্ট জোনাল রেলওয়ে থেকে একটি চিঠি পেতে হবে। যেটা পাওয়ার জন্য আগ্রহী ব্যক্তিদের প্যান কার্ড, আইটি আর ফাইলিং সহ স্থায়ী ঠিকানার প্রমাণ জমা দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথেই। তবে শুরুতে ২০,০০০ টাকার ড্রাফট ছাড়াও প্রতিবছর আপনার এজেন্ট আইডি রিনিউ করার জন্য ৫,০০০ টাকা খরচ করতে হবে।