আধার-প্যান লিংক করেছেন? নাহলে ১ লা এপ্রিল থেকেই বন্ধ হবে টাকা ঢোকা

Aadhar Pan Link

আধার-প্যান লিংক করেছেন? নাহলে ১ লা এপ্রিল থেকেই বন্ধ হবে টাকা ঢোকা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর কয়েকদিন পর শেষ হতে চলেছে মার্চ মাস। তারপরেই শুরু হবে নতুন আর্থিক বছর। সেই সাথে পয়লা এপ্রিল থেকেই লাগু হবে বেশ কিছু নিয়ম। এর মধ্যে অন্যতম একটি হলো আধার কার্ড ও প্যান কার্ড এর লিংক সংক্রান্ত নিয়ম। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বহুবার আদায় ও ব্যাংক লিঙ্ক করার জন্য বলা হয়েছে। ডিডলাইন ঘোষণা করা হলো একাধিকবার তা পরিবর্তন করে নতুন তারিখ দেওয়া হয়েছে। তবে এখন অব্দি ছাড়া লিংক করেননি, তাদের জন্য এলো বড় আপডেট।

আধার ও প্যান লিঙ্ক নিয়ে এল বড় আপডেট

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতি বছর দফায় দফায় নির্দেশিকা জারি করা হয়েছে আধার ও প্যান লিঙ্ক করার জন্য। তবে এখনও পর্যন্ত কিছু মানুষ লিঙ্ক করিয়ে উঠতে পারেননি। তাই এবার আর কোনো ছাড় নয়, কড়া পদক্ষেপ নেওয়ার পথে সরকার।

যাঁরা ১ লা এপ্রিল অবধি প্যান ও আধার কার্ড লিংক করবেন না। তাদের বেশ কিছু সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এমনকি বন্ধ হওয়া সার্ভিস চালু করার জন্য লিংক করতে চাইলেও সেক্ষেত্রে ১০০০ টাকার জরিমানা চার্জ করা হবে। কি কি সুবিধা বন্ধ হয়ে যাবে? নিচে রইল বিস্তারিত।

১লা এপ্রিল থেকেই বন্ধ এই সুবিধাগুলি

আপনি যদি আধার কার্ড ও প্যান লিংক না করে থাকেন আর আপনার শেয়ারে টাকা লাগানো থাকে। তাহলে কোনো ডিভিডেন্ট পাবেন না। শুধুতাই না, এবার থেকে বেতন থেকে টিডিএস চার কাটার পরিমাণও বেড়ে যাবে। এছাড়া Form 26AS এর অধীনে কোনো ক্রেডিটও আর পাওয়া যাবে না।

বদলাচ্ছে UPI ও SEBI এর নিয়ম

১ লা এপ্রিল থেকেই UPI-এরও কিছু নিয়মে বদল হচ্ছে। আপনি যে ইউপিআই এর অ্যাকাউন্টই থাক না কেন, যদি দীর্ঘদিন সেটা অব্যবহৃত অবস্থায় থাকে তাহলে সেই UPI ID বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, আইডি বন্ধ হওয়ার পর সেটা চাইলেও রিকভার করা যাবে না।

আরও পড়ুনঃ গরিব মানুষকে ফ্রি চিকিৎসা না নিলেই কড়া পদক্ষেপ, অ্যাপোলো হাসপাতালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে, যে সমস্ত লোকেদের ডিম্যাট অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ড রয়েছে তাদের জন্যও কড়া নিয়ম আনছে সেবি (SEBI)। এবার সমস্ত গ্রাহকদের নতুন করে KYC করে তাতে নমিনির নাম ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। যদি সেটা না করা হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

সঙ্গে থাকুন ➥