পার্থ সারথি মান্না, কলকাতাঃ কেউ বিড়ি সিগারেটের নেশা করে তো কেউ আবার দিনের শেষে সুরাপান করে থাকেন। এমনিতে সারাবছরই মদের চাহিদা থাকে তবে উৎসব কিংবা বিশেষ মরশুমে হু হু করে বাড়ে ডিমান্ড। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, এক বোতল মদ কিনলে নাকি আরেকটি বোতল দেওয়া হচ্ছে ফ্রি। শুধু তাই নয়, একেবারে জলের ধরে পাওয়া যাচ্ছে সুরা! বলার অপেক্ষা রাখে না সেখানে উপচে পড়েছে ভিড়। কোথায়? আর কি কারণেই বা দেওয়া হচ্ছে এই বিপুল ছাড়? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
একবোতল কিনলে আরেক বোতল মদ ফ্রি অফার!
হ্যাঁ একেবারেই ঠিক দেখছেন, এক বোতল নিলে আরেক বোতল ফ্রি দেওয়া হচ্ছে। যার জেরে ভিড় সামলানোর জন্য রীতিমত পুলিশ মোতায়েন করা হয়েছে দোকানের সামনে। কিন্তু প্রশ্ন হো কোথাও পাওয়া যাচ্ছে এই অফার? উত্তর হল উত্তরপ্রদেশে। এবার নিশ্চই ভাবছেন কেন?
আসলে আগামী ১লা এপ্রিল থেকেই উত্তরপ্রদেশে লাগু হচ্ছে নয়া আবগারি নীতি। সেই নিয়ম আনুযায়ী, নতুন বছর থেকে বেঁচে থাকা মদ বিক্রি করা যাবে না কোনো দোকানে যদি তার লাইসেন্স না থাকে। এদিকে লটারি সিস্টেমের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। ফলে কার লাইসেন্স থাকবে আর কার থাকবে না সেটা বুঝতে পারা একপ্রকার অসম্ভব। তাই ৩১ শে মার্চের মধ্যে সমস্ত মদ বিক্রি করে দেওয়ার জন্য বিপুল পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে।
বোতল পিছু মিলছে ব্যাপক ছাড়
উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর বা নয়ডা, গাজিয়াবাদের মত এলাকায় বেশ কিছু দোকানে একটা কিনলে আরেক ফ্রি অফার দেওয়া হয়েছে। অন্যদিকে লাখনৌতে প্রতি বোতলে ১০০ থেকে ১৫০ টাকা ছাড় দেওয়া হয়েছে। এমনকি বিয়ারেও ৩০ থেকে ৪০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
স্থানীয় মদ বিক্রেতা কল্যাণ সমিতির মুখপাত্র জানাচ্ছে, উত্তরপ্রদেশের রাজধানীতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার পাওয়া হচ্ছে না। তবে ইচ্ছেমত ছাড় দেওয়া হচ্ছে বোতলপিছু। ছোট বোতলে ৮০ টাকা তো বড় বোতলে ১৫০ টাকা পর্যন্ত ছাড় মিলছে।
আসলে যে দোকানে বিক্রি বেশি তারা সেই অনুযায়ী মাল তুলে স্টক করেছিলেন। কিন্তু ই-লটারির জেরে সবটা অনিশ্চিত হয়ে যাওয়ার ফলে সকলেই চাইছেন মাল খালি করতে সেই কারণেই এই বিপুল ছাড় দেওয়া হয়েছে। আর সেই সুযোগের সৎ ব্যবহার করতেই উপচে পড়েছে মানুষের ভিড়।