ভাগ্য ভালো থাকলে যা হয়। রাতারাতি বড়লোক হয়ে গেলেন এক কয়লা খনির শ্রমিক। মধ্য প্রদেশের একটি কয়লা খাদান থেকে তিনি পেয়েছেন বহু মূল্যের ৩ টি হীরের টুকরো। যার একেকটির ওজন ৭.৫ ক্যারাট। এবং দাম ৩০- ৩৫ লক্ষ টাকা। হিরে উদ্ধারের পর স্বভাবতই তা এখন সরকারের কাছে জমা হয়েছে। তবে পকেট ভরবে ওই শ্রমিকেরও। কারণ হীরে নিলাম হওয়ার পর যা উঠবে তা থেকে ট্যাক্স কেটে ৮৮ শতাংশ পাবেন সুবল নামের ওই শ্রমিক।